“অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে ৩-১ সিরিজ জিতবে” ! ভবিষ্যবানী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের

0

কলকাতা: ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ পাঁচ টেস্টের সিরিজের উত্তাপ এখন থেকেই বাড়িয়ে দিলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে ৩-১ সিরিজ জিতবে বলে ভবিষ্যদ্বাণী তাঁর।

 

পন্টিংয়ের সাফ কথা, ‘অস্ট্রেলিয়া যেন জেতে, তা নিয়ে পরামর্শ দিতে আমি সব সময়ে তৈরি। নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে যায়, এমন কোনও পরামর্শ দেব না।’ সিরিজের ফলাফল কী হবে? পন্টিংয়ের জবাব, ‘কোনও কোনও টেস্টে খারাপ আবহাওয়া প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, অস্ট্রেলিয়া ৩-১ সিরিজ জিতবে।’

 

আসলে শেষ দুটো হোম সিরিজে ভারতের কাছে হারের বদলাই অস্ট্রেলিয়ার কাছে বড় মোটিভেশন হতে পারে, ধারণা তাঁর। সঙ্গে যোগ করেছেন, ‘শেষ কয়েকবার চার টেস্টেরই সিরিজ হয়েছে, এ বার কিন্তু পাঁচটা টেস্ট হচ্ছে। তাই আমরা সবাই একটা ভালো সিরিজ দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমার মনে হয়, এ বার পাঁচটা টেস্টের মধ্যে ড্র ম্যাচ তেমন একটা হবে না।’

 

স্টিভ স্মিথ ওপেন করবেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যা নিয়ে ধন্দে পন্টিংও। তাঁর বক্তব্য, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়ান স্কোয়াডে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে এর বাইরে একটা বলতে পারি, ওরা নিশ্চয়ই ক্যামেরন গ্রিনকে টিমে রাখবে।’