অলিম্পিকে কমলো ভারতীয় সদস্য সংখ্যা! তবে পদকের স্বপ্ন দেখাচ্ছেন একাধিক ক্রীড়াবিদ

0

বুধবারই অলিম্পিক্সের জন্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইওএ। উল্লেখযোগ্য ভাবে শট পুটার আভা খাটুয়ার নাম এই তালিকায় অনুপস্থিত। বাংলার মেয়ে হলেও আভা প্রতিনিধিত্ব করেন মহারাষ্ট্রের। আভা খাটুয়ার নাম বাদ পড়ায় বাংলার ক্রীড়া মহলেও হতাশা। কারণ এবার থেকে অলিম্পিক্সে অংশগ্রহণকারীর সংখ্যা শেষ পর্যন্ত ১ তে দাঁড়াল। কী কারণে তাঁর নাম বাদ পড়েছে, তা নিয়ে কোনও সঠিক জবাব পাওয়া যাচ্ছে না।

 

আভার বাদ পড়া প্রসঙ্গে নানা মুণির নানা মত। একাধিক কারণ উঠে আসছে বঙ্গ কন্যার বাদ পড়ার জন্য। হতে পারে টেকনিক্যাল সমস্যায় আভার নাম বাদ পড়েছে। এরপাশাপাশি চোট আঘাতের সমস্যা বা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে না পারার জন্যও তাঁর নাম বাদ যেতে পারে। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে থাকতে পারেন তিনি। সেই কারণে তাঁর নাম বাতিল হয়েছে। জেনেটিক ইস্যুর জন্য আভাকে হয়তো খেলার অনুমতি দেয়নি বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা।

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন বা আইওএ এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। তবে ভারতের অলিম্পিক্স সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আভার নাম কেন বাদ পড়েছে তার কোনও কারণ তাঁরা জানেন না। এই বিষয়ে কোনও পদক্ষেপ করেননি তাঁরা। আর এক কর্তা আবার জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই বিশ্ব সংস্থাকে বিষয়টি জানিয়েছেন। তবে কোনও জবাব পাননি।

আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে খাটুয়া সহ ৩০ জন ক্রীড়াবিদদের একটি তালিকা জমা দেয় ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা। কিন্তু বর্তমানে বিশ্ব অ্যাথলেটিক্স তালিকায় শুধুমাত্র ২৯ জন ভারতীয় ক্রীড়াবিদ রয়েছে৷ ইকুয়েস্ট্রিয়ানে বালিগঞ্জের আনুশ আগারওয়াল ভারতের একমাত্র প্রতিনিধি।

 

প্যারিস অলিম্পিকে আভা খাটুয়ার যোগ্যতা অর্জন একটি অসাধারণ যাত্রা ছিল। জাতীয় রেকর্ড ভাঙেন এবং বিশ্ব ক্রম তালিকার মাধ্যমে তার স্থান নিশ্চিত করে প্যারিসের টিকিট পান বঙ্গ কন্যা। তাঁকে ঘিরে ছিল পদকের স্বপ্ন।ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স শুরু হবে ১ অগস্ট থেকে। চলবে ১১ অগস্ট পর্যন্ত।

ক্রীড়া মন্ত্রক গেমসের জন্য ভারতীয় দলের চূড়ান্ত তালিকা অনুমোদন করেছে। মোট ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্য এবার প্যারিস যাবেন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ২৬ জুলাই থেকে শুরু হওয়া আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে ৭২ জনের খরচ সরকার বহন করবে।