অলিম্পিকের প্রথম দিনই পদকের আশা ভারতের! শনিবার কোন ইভেন্টগুলিতে নামছে ভারত?

0

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে আজ উদ্বোধনী অনুষ্ঠান। কাল থেকেই থাকছে মেডেল রাউন্ড। শ্যুটিং, ডাইভিং, রোড সাইক্লিং ও জুডোয়।কাল একঝাঁক ভারতীয় ক্রীড়াবিদ অংশ নেবেন অলিম্পিক্সের বিভিন্ন ইভেন্টে। তার মধ্যে শ্যুটিং থেকেই প্রথম পদকটির আশা রয়েছে।

কাল শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিমের মেডেল রাউন্ড রয়েছে। বেলা সাড়ে ১২টা থেকে মিক্সড টিমের কোয়ালিফিকেশন রাউন্ড রয়েছে। এই বিভাগে ভারত থেকে রয়েছেন সন্দীপ সিং, অর্জুন বাবুতা, এলাভেনিল ভালারিভান ও রমিতা জিন্দল।

ভারত যদি মেডেল রাউন্ডে পৌঁছতে পারে তবে সেই রাউন্ড শুরু হবে ভারতীয় সময় বেলা ২টোয়। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল কোয়ালিফিকেশন ইভেন্টও রয়েছে কাল। সর্বজ্যোৎ সিং ও অর্জুন চিমার দিকে নজর থাকবে বেলা ২টো থেকে।

১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু বিকেল চারটে থেকে। এই বিভাগে নজর থাকবে রিদম সাঙ্গওয়ান ও মনু ভাকেরের দিকে। রোয়িংয়ে পুরুষদের স্কাল ইভেন্টের হিটে বেলা সাড়ে ১২টা থেকে নামবেন বলরাজ পানওয়ার।

ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে রয়েছেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। তাঁদের ইভেন্ট শুরু বেলা আড়াইটে থেকে। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু। খেলা শুরু ১২টা ৫০মিনিট থেকে। পুরুষদের ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোন্নাপ্পা। ডাবলসের খেলাগুলি বেলা ১টা ৪০ মিনিট থেকে।

টেনিস শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে নামবেন সুমিত নাগাল। পুরুষদের ডাবলসে রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজি। ইক্যুয়েস্ট্রিয়ান ড্রেসেজ ইভেন্টও রয়েছে। ভারতীয় সময় বেলা ১টা থেকে। এই বিভাগে ভারতের একমাত্র প্রতিনিধি কলকাতার অনুশ আগরওয়ালা। তিনি জার্মানিতে দীর্ঘদিন অনুশীলন চালিয়ে নামবেন ঐতিহাসিক পদকের লক্ষ্যে।