যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, মোহনবাগানের এসিএল ২ এর ম্যাচ ঘিরে সংশয়ের বাতাবরণ! কলকাতার পথে সবুজ মেরুন বাহিনী

0

কলকাতা:- গতবছর নজিরবিহীন পারফরমেন্স মোহনবাগানের এবং তারপরেই এশিয়ার গুরুত্বপুর্ন প্রতিযোগিতায় কার্যত লড়াই চালাচ্ছে হোসে মলিনার দল। এসিএল ২ এর মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কোলকাতার প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে তাজাকিস্থান এর দলের বিরূদ্ধে লড়াকু ফুটবল খেলে ড্র নিয়েই সন্তুষ্ট ছিলেন তারা তবে এবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরানীয় দল ট্রাক্টর এফসি। তবে এই ম্যাচ নিয়ে কার্যত সংশয়।

যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে, ইরানে বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতি। ২ অক্টোবর খেলতে যাওয়ার কথা ছিল বাগানের তবে সেটির অপর কালোমেঘ জমা হয়েছে, উত্তেজিত বাগান ম্যানেজমেন্ট। সূত্র মারফত খবর ইতিমধ্যেই এএফসী এর ওপর মহলে চিঠি দিয়েছে তারা।

চিঠিতে তারা খেলোয়াড়দের নিরাপত্তা এবং ইরানের বর্তমান পরিস্থিতি কে উল্লেখ করেছেন। এইমুহুর্তে কলকাতায় ফেরার সিধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির।
এর পূর্বেও বহুবার এই ম্যাচকে নিয়ে নানান সমস্যা দেখা গেছে। কিন্তু আশঙ্কার বিষয় যে মধ্যপ্রাচ্যে এখন ইজরায়েল বনাম ইরান এর যুদ্ধ কার্যত আন্তর্জাতিক সমস্যা এবং এই মুহূর্তে খেলতে যাওয়া নিরাপত্তাহীন বলেই দাবি মোহনবাগানের।

বর্তমানে পরিস্থিতি কে লক্ষ রেখে এএফসি কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটির দিকেই মুখিয়ে রয়েছে মোহনবাগান কর্মকর্তারা।