ভারতকে ঘরের মাঠে হারানোর স্বপ্ন নিয়ে কাল মাঠে নামছে বাংলাদেশ ! জেনে নিন সময়-সূচি

0

কলকাতা: বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ের চেপকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট। ঘরের মাঠে ২০১২’র পর থেকে কোনো টেস্ট সিরিজ হারে নি টিম ইন্ডিয়া। সেই দাপট ধরে রাখার লড়াই রোহিত শর্মা’র দলের সামনে। একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি , ঋষভ পন্থ । অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক ব্যালান্স খুঁজে নিয়ে বাংলাদেশ বধের লক্ষ্য নিয়েই ছক সাজাবেন নয়া কোচ গম্ভীর। বড় পরীক্ষা তাঁর সামনেও। পক্ষান্তরে ‘অঘটন’-এর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছেন টাইগার্সরাও। দিনকয়েক আগেই পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছে নাজমুল হোসেন শান্ত। ভারত’কেও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তারা। পড়শি দেশের হয়ে এই সিরিজে জ্বলে উঠতে পারেন লিটন দাস , শাকিব আল হাসান’রা। অলরাউন্ডার মেহদী হাসান মিরাজের পারফর্ম্যান্স নিতে পারে নির্ণায়ক ভূমিকা।

 

IND vs BAN টেস্টের সময়সূচি ( প্রথম টেস্ট ম্যাচ ) :

 

তারিখ- ১৯/০৯/২০২৪-২৩/০৯/২০২৪

 

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

 

সময়- সকাল ৯ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

 

চেন্নাই পিচ রিপোর্ট :

 

চেন্নাইয়ের চেপক বা এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের মুখোমুখি বাংলাদেশ । এখানে লাল ও কালো মাটির পিচ উভয়ই চোখে পড়ে। তবে আসন্ন টেস্টটি খেলা হবে লাল মাটির পিচে। কৃষ্ণমৃত্তিকার বাইশ গজে বল পড়ে খানিক মন্থর হয়ে পড়ে। লাল মাটিতে দেখা যায় বিপরীত চিত্র। এখানে বল পিচ করার পর দ্রুত টার্ন করে, বাড়তি বাউন্স’ও চোখে পড়ে। চেন্নাইয়ের উইকেট বরাবরই স্পিন সহায়ক। ভারত-বাংলাদেশ টেস্টেও দুই পক্ষের স্পিনাররা নিতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে ৩৪টি টেস্ট এখনও খেলা হয়েছে। তার মধ্যে প্রথম ব্যাটিং করে জয় এসেছে ১২টিতে। পরে ব্যাট করে জয়ের সংখ্যা ১০। ১২টি ম্যাচ ড্র হয়েছে। ভারতের জয়ের সংখ্যা ১৫। বিশেষজ্ঞদের ধারণা টস জয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং বেছে নিতে পারেন।

 

আবহাওয়ার পূর্বাভাস :

 

গ্রেটার নয়ডায় দিনকয়েক আগে আবহাওয়াজনিত কারণে ভেস্তে গিয়েছে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট। চেন্নাইতেও তেমনটা হবে? উৎকন্ঠায় রয়েছেন ক্রিকেটজনতা। আশ্বস্ত হতে পারেন তাঁরা। হাওয়া অফিস জানিয়েছে যে বৃহস্পতিবার থেকে সোমবার, অর্থাৎ ম্যাচের পাঁচ দিন চেন্নাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা ১০ থেকে ২০ শতাংশ। তা ম্যাচে বিশেষ বাধা দেবে না বলেই মনে করা হচ্ছে। আকাশ যদিও মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা টেস্টের পাঁচ দিন ঘোরাফেরা করতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

ভারত বনাম বাংলাদেশ লাইভ স্ট্রিমিং :

বিসিসিআই-এর থেকে সম্প্রচার স্বত্ব পেয়েছে রিলায়েন্স জিও। ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) ম্যাচটি টেলিভিশনে দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টস ১৮-এর পর্দায়। আর জিও সিনেমাতে বিনামূল্যে দেখা যাবে ম্যাচের অনলাইন স্ট্রিমিং।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

ভারত :

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

 

বাংলাদেশ :

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রাণা, তাইজুল ইসলাম।