বিশাল কাইথ এর কাঁধে ভরসা করেই ডুরাণ্ড এর বৈতরণী পার মোহনবাগান এর 

0

কলকাতা: আজ ডুরাণ্ড এর দ্বিতীয় সেমি ফাইনাল মোহনবাগান বনাম বেঙ্গালুরু এ. এফ সি যেখানে প্রথমঅর্ধ খেলা শুরুর ঠিক 40 মিনিটের মাথায় ঘরোয়া দল অর্থাৎ মোহনবাগান 1-0 গোল পিছিয়ে পড়ে । তার পর তারা একের পর এক আক্রমণ হানিয়ে আনে প্রতি পক্ষের গোল এর দিকে কিন্তূ কাজের কাজ কিছুই হয় না। 1-0 গোলে পিছিয়ে তারা প্রথমঅর্ধ শেষ করে ।

 

 এরপর ম্যাচ এর দ্বিতীয়আর্ধ যেখানে প্রথম দিকে ঘরোয়া দল মোহনবাগান এগিয়ে থাকলেও তাদের আবারো ডিফেন্স এর দোষে গোল হজম করতে হয় এইবার ম্যাচ এর ফলাফল 2-0। এইবার ধীরে ধীরে মোহনবাগান এর মাথায় হারেরে কালো মেঘ ঘুর তে থাকে কিন্তূ মোহনবাগান ও ছেড়ে দেওয়ার নয় তারাও গোল করতে মোরিয়া হয়ে ওঠে ঠিক এরপর ম্যাচ এর বয়স যখন 60 মিনিটের মাথায় তখন মোহন বাগান এর প্রাপ্ত পেনাল্টি তে গোল স্ক্রোর করে ম্যাচ এর ফলাফল করে দেয় 2-1 এরই পরের মুহূর্তে ঠিক 70 মিনিটের মাথায় গিয়ে বক্স এর বাইরে থেকে একটা লুস বল থেকে শট করে গোল এর পরিমাণ সমান করে দেয় 2-2। ম্যাচ ড্র এর ফলে ম্যাচ কে নিয়ে যেতে হয় পেনাল্টি তে সেখানে পর পর দুটি পেনাল্টি সেভ করে মোহনবাগান এর ডুরাণ্ড এর বৈতরণী পার করায় গোলকিপার বিশাল কাইথ।