বড় ধাক্কা ! ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দল নামাতে পারছে না বাংলাদেশ

0

কলকাতা: মাহমুদুল হাসান জয়ের কপাল মন্দ ছিল পাকিস্তানে। পাকিস্তান সফরে ‘এ’ দলের হয়ে সেরা ফর্মে ছিলেন এই ওপেনার। কিন্তু মূল সিরিজ শুরু হওয়ার আগেই চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। এমন ধাক্কা কাটিয়েই পাকিস্তানকে শুধু প্রথমবারের মতো টেস্টে হারায়নি বাংলাদেশ, হোয়াইটওয়াশও করেছে।

 

ঐতিহাসিক সে সফরের ১৬ জনের দলে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হয়েছে নির্বাচকদের। প্রাথমিক যে ১৬ জন ছিলেন পাকিস্তান সফরে, সেই দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন শরীফুল ইসলাম। তবে তাঁর জায়গায় কোনো পেসার নয়, নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি প্রথম ম্যাচে ম্যাচের ভাগ্য বদলে দেওয়া স্পেল করা শরীফুল। তখনই জানা গিয়েছিল তাঁর ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগবে। ওদিকে চোট সেরে ওঠায় ফিরেছেন জয়।

 

আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ২৭ টেস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর। এই টেস্ট নিয়ে নিরাপত্তা শঙ্কা আছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এই ম্যাচ বাতিলের আবেদন করেছে। বলেছে যেকোনোভাবে এই ম্যাচ বাতিলের চেষ্টা করবে তারা। এ কারণে ভেন্যু পরিবর্তনের কথা শোনা গেলেও বিসিসিআই সে পথে আপাতত হাঁটছে না।

 

বাংলাদেশ টেস্ট দল: 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, জাকির হাসান, শাদমান ইসলাম, জাকির আলী অনিক (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, নাহিদ রানা।