দীর্ঘ টানাপড়েনের ইতি সবুজমেরুনেই থাকতে হতে পারে আনোয়ারকে!

0

কোলকাতা:- দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে সিদ্ধান্তে আসতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং পিএসসি। মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলীকে ঘিরে টানাপড়েন চলছিল ট্রান্সফার মার্কেটে বেশকয়েকদিন ধরেই , এবার তাতেই ইতি পড়তে চলেছে| মোহনবাগানের সাথে লোনে চুক্তিবদ্ধ ছিলেন আনোয়ার আলি ।তবে জল্পনা রটেছিল আনোয়ার নিজে গেম টাইমের অভাব বোধ করে দল ছাড়তে চাইছিলেন।আর তাঁর পরেই সুযোগ সেই সুযোগ কাজে লাগাতে আসরে নামে পড়শী ক্লাব লালহলুদের কর্মকর্তারা। সূত্র মারফত শোনা যায় ৫ বছরের জন্য ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন আনোয়ার। তাঁর পরেই মোহনবাগান হয়ে খেলবেন না এই আরজি সমেত চিঠিও পাঠানো হয় ফেডারেশনের কাছে তারপর পিএসসির কাছে । শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে ,মোহনবাগানে থাকতে চলছেন অবং খুঁব তাড়াতাড়ি অনুশীলনে যোগও দেবেন তিনি।

এআইএফএফ স্পষ্ট করেছেন যে আনোয়ার আলিকে ক্লাব ছাড়ার জন্য মোহনবাগান সুপার জায়েন্টের আইনি ছাড়পত্রের প্রয়োজন পড়তে হবে । তার ক্ষেত্রে ফিফার এক বছরের লোনের নিয়ম প্রযোজ্য নয়। সূত্র মারফত জানা যাচ্ছে যে , জানুয়ারী ২০২৪ এর পরে যেকোন চুক্তির জন্য এই নিয়ম কার্যকর হবে। তবে বর্তমানে এটির যৌক্তিকতা কম । আনোয়ার জানুয়ারির পর্যন্ত মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার , তাই তিনি এই নিয়ম অনুযায়ী ক্লাব ছেড়ে যেতে পারবেন না।

এরপরে সমস্ত বিষয়টা নির্ভর করছে। আনোয়ার এবং দিল্লী এফসি এর ওপর, কারন রঞ্জিত বাজাজ বলেছিলেন তিনি ফিফার কাছেও অভিযোগ জানাতে পারেন। তবে ইতিমধ্যেই যা দিকে জল গড়াতে দেখাদিচ্ছে তাতে স্পষ্ট নিয়মের বেড়াজালে পরে মোহনবাগানের জার্সিতেই জানুয়ারি পর্যন্ত আবার দেখা যেতে চলেছে আনোয়ার আলীকে।