টেস্টে প্রত্যাবর্তনের পথে আরও একধাপ এগোলেন হার্দিক ! তালে কি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে দেখা যাবে পান্ডিয়াকে ?

0

কলকাতা: দীর্ঘদিন তিনি টেস্ট টিমে নেই। তবে সবকিছু ঠিকঠাক চললে লাল-বলের ক্রিকেটে আবার ফিরতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। বছরের শেষেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে হার্দিক থাকলে ভারতীয় টিমের কম্বিনেশনও ভালো হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

যা খবর, তাতে ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট নাকি এই ব‌্যাপারটা নিয়ে আলোচনা করেছে। হার্দিক নিজেও চাইছেন টেস্টে ফিরতে। লাল-বলে ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। হার্দিকের টেস্টে ফেরার ক্ষেত্রে একটাই মাপকাঠি রয়েছে। সেটা হল ফিটনেস। দিনে দশ-পনেরো ওভার বোলিং করতে পারছেন কি না, সেটা দেখা হবে। তার জন‌্যই ভারতীয় তারকা অলরাউন্ডারের ম‌্যাচ সিমুলেশন ট্রেনিং চলছে। ভারকীয় ক্রিকেটমহলে খবর নিয়ে জানা গেল, প্রথম সিমুলেশন টেস্টে পাশও করে গিয়েছেন হার্দিক।

 

আরও একটা ম‌্যাচ সিমুলেশন টেস্ট রয়েছে পাণ্ডিয়ার। সেখানে পাশ করতে পারলেই টেস্ট টিমে প্রত‌্যাবর্তন মোটামুটি নিশ্চিত। শোনা গিয়েছিল, টেস্ট টিমে প্রত্যাবর্তনের আগে হার্দিক একটা রনজির ম‌্যাচ খেলে দেখে নিতে চাইছেন। আগামী ১১ অক্টেবর থেকে রনজি ট্রফি শুরু হচ্ছে। বরোদার প্রথম ম‌্যাচ মুম্বইয়ের বিরুদ্ধে। তবে হার্দিক বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটে ম‌্যাচেই রয়েছেন। ফলে রনজির প্রথম ম‌্যাচে তিনি খেলবেন না।

রনজির দ্বিতীয় ম‌্যাচে তাঁকে নামতে দেখা যেতে পারে। যদি দেখা যায়, ফিটনেস নিয়ে কোনও সম‌স‌্যা হচ্ছে না, তাহলে অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে একটা টেস্টেও তাঁকে খেলানো হতে পারে। সেটা নিউজিল‌্যান্ড সিরিজের শেষ ম‌্যাচ।