কলকাতা : প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন মনু ভাকের।স্বাধীনতার পর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন শ্যুটার মনু।প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মনু।অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড ডাবলস বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। সর্বজ্যোৎ সিংহের সঙ্গে।প্যারিস অলিম্পিক্সের আগে মনু ভাকেরের মোট আয় ছিল ৬০ লক্ষ টাকা।
অলিম্পিক্সের পর মনু ভাকেরের মোট মূল্য দাঁড়িয়েছে ১২ কোটি টাকায়! এক লাফে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণ।মনু ভাকেরের শ্যুটিংয়ে সফর শুরু হয় বাবার কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়ে।এরপর পেশাদার শ্যুটিংয়ে আসার পর তাঁর পাশে দাঁড়ায় একাধিক সংস্থা।স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) থেকে তিনি প্রায় ১৩ লক্ষ টাকা সাহায্য পান। যে অর্থ তাঁর অলিম্পিক্সের প্রস্তুতিতে কাজে লেগেছিল।বার্ষিক ট্রেনিং প্রতিযোগিতা থেকে তিনি প্রায় ১ কোটি টাকা পান। এছাড়াও, মনু ‘প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য বার্ষিক ক্যালেন্ডার’ থেকে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা পান। যা তাঁর প্রশিক্ষণ এবং প্রতিযোগিতার খরচে সাহায্য করে। যেটা তিনি তাঁর ট্রেনিংয়ের কাজেই লাগান।
প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল মাত্র ৬০ লাখ টাকা। সেখান থেকে দুটো পদক তাঁর সম্পত্তি ১২ কোটিতে নিয়ে গিয়েছে। আগামীতে এটা যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।