গোটা মরশুম থেকে ছিটকে গেলেন হিজাজি মাহের, ইস্টবেঙ্গল যেনো মিনি হাসপাতাল 

0

কলকাতা:- খারাপ সময় যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। প্রথমে মাদী তালাল তারপরে সল ক্রেসপো এবং অবশেষে আনোয়ার আলীর চোটজনিত সমস্যার পর মিনি হাসপাতাল লাল হলুদ শিবির। এবার চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় হিজাজী মাহের এবং ক্লেইটন সিলভা। মাঝমাঠ দুর্বল হওয়ার পর এবার রক্ষণভাগেও হানা দিল চোটের সমস্যা চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের কপালে।

কেরালার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক রেখে মুম্বাই এর বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল। কেরলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে কঠিন চ্যালেঞ্জ এখন মুম্বাই, কিন্তু তার আগেই চোট জনিত সমস্যার জন্য সিজন থেকে ছিটকে গেলেন হিজজি। মঙ্গলবার প্র্যাকটিসে ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি মাহের। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাপোর্ট স্টাফের একজনের সাহায্য খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে প্রবেশ করেন লাল হলুদ রক্ষণের অন্যতম ভরসা।

চোট এর কারণে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন হিজাজি মাহের, এমনটাই শোনা যাচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, হিজাজির চোট বেশ গুরুতর এবং এই বাকি মরসুম তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে ।

প্র্যাকটিস শেষে মাঠ ছাড়ার সময় বলেন, ‘আমার আর কিছু বলার নেই। এইসব দেখে আমি ক্লান্ত। আমি জানি না এর শেষ কোথায়।’

হিজাজীর পরে আবার চোট জনিত কারণে ছিটকে গেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেইটন সিলভা। চোটের জন্য আনোয়ার আলি নেই। ফিরতে অন্তত আরও এক সপ্তাহ। তারমধ্যে হিজাজির চোট চিন্তা বাড়াল অস্কারের।