এনওসি পেলেন আনোয়ার আলী, পরবর্তী শুনানি ২২ তারিখ

0

কলকাতা:- দীর্ঘ জল্পনার অবসান যেন হতে চাইছে না আনোয়ার কাণ্ডে। এক কথায় ময়দানে যেনো নতুন চলচ্চিত্র চলছে বেশ কয়েকদিন ধরেই তবে দেখা মিলছিলনা সমাধানের।

একসময় খবর অস ইস্টবেঙ্গলের হয়ে নাকি পাকাপাকি ভাবেই চুক্তি সাক্ষর

করেছেন বাগান ডিফেন্ডার আবার পরক্ষনেই ওঠে মামলা। পিএসসি এবং ক্লাব গুলির মধ্যে ঘটে প্রচুর পরিমানে শুনানি। অবশেষে নিষ্পত্তি পেতে পারে এই “আনোয়ারচরিত”।

দিল্লী এফসি থেকে ৪ বছরের লোন পেয়ে সবুজ মেরুন শিবিরে যোগ দেন আনোয়ার। তবে সঠিক গেম টাইমের ওভাবেই নাকি ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি । সেই সময় কার্যত বাজপাখির মতন ছোবল দিয়ে আনোয়ারকে দলে ভিড়িয়ে নেন লাল হলুদ বাহিনী। সেখান থেকে শুরু নতুন জল্পনা।

এর সবের মাঝেই আজ ছিল ফেডারেশনের শুনানি। এর আগে বারবার আনোয়ারের তরফ থেকে মোহনবাগানের হয়ে না খেলার অনীহা প্রকাশ করা হয়েছে। এবার যেনো শুনানিতেই নিষ্পত্তি। এনওসি পেলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী। এনওসি পেয়েই দিল্লী এফসি তে ফিরলেন তিনি ।

সূত্র মারফত জানা যাচ্ছে, এমনকি অন্য যেকোনো ক্লাবের হয়ে সাক্ষর করতেই পারেন আনোয়ার তবে ফেডারেশন কর্তৃক আরেকটি শুনানির দিনক্ষণ ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে । পরবর্তী শুনানি হবে চলতি মাসের ২২ তারিখ।

সেই শুনানিতে কি স্থির হয় সেটির দিকেই নজর কোলকাতার ফুটবলপ্রেমীদের।