এতো কাছে এসেও জিততে ব্যর্থ হলো রোহিতরা, ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ওডিআই শেষ হলো অমীমাংসিত ভাবে! 

0

কলম্বো: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা রেস্ট নিয়ে দলে ফিরেছেন রোহিত ও কোহলিরা। রোহিত শর্মার নেতৃত্ব ধিন ভারতীয় দল আজকে নেমেছিল শ্রীলংকার বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচ খেলতে। সুরিয়া কুমারের নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজ জেতার পর এখন ভারতীয় দলের লক্ষ্য শ্রীলঙ্কাতে ওয়ানডে সিরিজ এও সমান দাপট দেখিয়ে নিজেদের জয় নিশ্চিত করা। ক্যাপ্টেন রোহিত নিজেও চাইবে ছুটি কাটিয়ে এসে দলের সাথে যোগ দেওয়ার পরে দলকে আবার চ্যাম্পিয়ন করে তোলা।

 

টি-টোয়েন্টি শৃঙ্খলা তে ভারতীয় দল একচ্ছত্র আধিপত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে। এবারে ভারতীয় দের পাখির চোখ শ্রীলংকার সাথে খেলা ওয়ানডে সিরিজ গুলি ।

 

শ্রীলংকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শ্রীলংকার প্রথম উইকেট টি পরে পাওয়ারপ্লের ভিতরেই। অভিষ্কা ফার্নান্দোর রূপে আসে ভারতের প্রথম উইকেট। সিরাজের বলে আর্শদ্বীপ এর হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রান করে প্যাভিলিয়ন ফিরে যান তিনি। শ্রীলংকার দ্বিতীয় উইকেট পড়ে ৪৬ রানে কুশল মেন্ডিস এর রূপে ।নিঃসঙ্কা এর সঙ্গে পার্টনারশিপ করার চেষ্টা করলেও তিনি বেশিক্ষণ টিকতে পারেনি।

 

সামারাবিক্রামা , আসলংকা , লিয়াঙ্গে তারা তাড়ি নিজেরদের উইকেট হারিয়ে ফেলেন। কুলদীপ ও আক্সারের স্পিন জালে আটকে পড়ে নিজেদের উইকেট তুলে দিয়ে প্যাভিলিয়নের ফেরত যান এই তিন জন। ক্যাপ্টেন আসালঙ্কা আজও দলের হয়ে তেমন কোন অবদান রাখতে পারেননি। ২১বলে ১৪ রান করে পীচ ছাড়েন।ওয়েলালাগে , হাসারঙ্গা, ধনজয়া শেষে ব্যাট করতে এসে লড়াই করার মত লক্ষ্য দলকে পৌঁছে দেয় শ্রীলংকা কে। পি নিঃসঙ্কা ও ওয়েলালাগে নিজেদের অর্ধ শতক রান পূরন করেন। দলের জন্যে প্রয়োজনীয় ইনিংস খেলেন এই দুই ব্যাটসম্যান। ওয়েলালাগে নট আউট থেকে ক্রিজ ছাড়েন। আরশদীপ সিং ও আকসার পাটেল দুটি করে উইকেট পায়। সিরাজ, দুবে, ওয়াশিংটন ও কুলদীপ একটি করে উইকেট নেয়। শ্রীলংকা২৩০ রান করে এবং ভারতকে ২৩১ রানের লক্ষ্য দেয়।

 

 

দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে আসলে রোহিত ও গিল এর মধ্যে ৭৫ রানের পার্টনারশিপ হয়। গিল ৩৫ বলে ১৬ রান করে আউট হলেও ক্যাপটেন রোহিত ওয়ার্ল্ড কাপ এর ফ্রম বজায় রেখে ৪৭ বলে ৫৮ রান করে নিজের অর্ধ শতক পূরন করেন। রোহিত আউট হওয়ার পরে কোহলি কিছুক্ষন ইনিংস সামলালেও ,ওয়াশিংটন সুন্দর ৪ বলে ৫ রান করে ডাগআউট এ ফিরে যান। বিরাট ও স্রেয়াস এর উইকেট পর পর পড়ে যাওয়াই ভারতীয় দল চাপে পড়ে যায়। বিরাট করেন ৩২ বলে ২৪ রান আইয়ার করে ২৩ বলে ২৩ । কেএল রাহুল ও আকসার এর ভিতরে পার্টনারশিপ হয় তবে ৩৯ তম ওভারে হাসারাঙ্গার বলে রাহুল ক্যাচ তুলে দিয়ে আউট হন পরের ওভারেই আক্সার আসালঙ্কার বলে আউট হলে পার্টনারশিপ ভেঙ্গে যায়।

 

রাহুল ৪৩ বলে করে ৩১ রান এবং আক্সার প্যাটেল ৫৭ বলে ৩৩ রান করেন। এরপর শিবম দুবে ও কুলদীপ চেষ্টা করেন লক্ষ্য পৌঁছানোর কিন্তু কুলদীপ এর উইকেট পড়ার পরে ভারতীর দল চাপে পড়ে যায় । এরপর সিরাজের সাথে দুবের ছোট্ট একটি পার্টনারশিপ হয়। ভাবা হচ্ছিল হয়তো ম্যাচ বার হয়ে যাবে শ্রীলঙ্কাদের হাত থেকে।। তবে অঘটন ঘটে ৪৭ ওভারে। দুবে আসালঙ্কার বলে এল বি ডব্লিউ আউট হলে ভারতীয় আর দল ঘুরে দাঁড়াতে পারেনি। দুবে করে ২৪ বলে ২৫ রান। অর্শদীপ ব্যাটে নেমে প্রথম বলেই এল বি ডব্লিউ আউট হলে ভারত অল উইকেট হয়ে যায়। অপর প্রান্তে সিরাজ ১১ বলে ৫ রান করে নট আউট থাকেন।

 

শ্রীলংকার দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ভারত পৌঁছাতে পারেনি। ২৩০ এই ভারতীয় দল অল আউট হয়ে ডাগ আউট এ ফিরে যায় । ফলে ভারত বনাম শ্রীলংকার প্রথম ওয়ানডে ম্যাচটি টাইড হয়ে যায়। এমত অবস্থায় দুই দলই চাইবে পরের ম্যাচ টি জিততে ।অমীমাংসিত ভাবে প্রথম ম্যাচ টি শেষ হওয়ার কারনে আসা করা যায় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হয়ে উঠবে জমজমাট। টি টোয়েন্টি র মত একদিনের সিরিজ এও রোহিত এর ভারত কী পারবে জয়ের ধারা ধরে রাখতে সেটাই এখন প্রশ্ন ?