কলকাতা,জানুয়ারি ১৬: রোহিত শর্মা তাহলে পাকিস্তানে অবশেষে যাবেন ! চলছে নানান জল্পনা কল্পনা। ভারতের ম্যাচ গুলি পাকিস্তানের মাটিতে, সুরক্ষা জনিত ব্যাপার এর কারণে না হলেও। হয়তো ভারতীয় অধিনায়ককে যেতে হতে পারে পাকিস্তান। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দলের অধিনায়ক উপস্থিত থাকবেন। তাই পিসিবি আশা করছে রোহিত শর্মাও নিশ্চয়ই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
সূত্রের খবর, রোহিত সহ ভারতীয় অধিকারী দের জন্যও ভিসার ব্যাবস্থা দ্রুততার সহিত সেরে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আসন্ন ক্রিকেট প্রতিযোগিতাটি। শোনা যাচ্ছে ,১৬ নয়তো ১৭ ফেব্রুয়ারির মধ্যে যে কোন একটি দিন উদ্বোধনী অনুষ্ঠানটি হবে। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতীয়রা পাকিস্তানে গেলেও পাকিস্তানে আর কোন ম্যাচ হয়তো খেলতে দেখা যাবে না তাদেরকে। ইন্ডিয়ার সমস্ত ম্যাচ গুলি খেলা হবে দুবাইয়ে। তাই এখানে অনেকেই প্রশ্ন তুলেছে, যেখানে ভারত খেলতেই যাচ্ছে না পাকিস্তানে সেখানে রোহিত শর্মা কি উদ্বোধনী অনুষ্ঠানে আদেও যাওয়ার ছাড়পত্র পাবেন। সরকারি অনুমতি ছাড়া যাওয়া সম্ভব নয়। তবে বিসিসিআইয়ের তরফ থেকেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
পিসিবি তরফ থেকে বলা হয়েছে, তারা ইতিমধ্যে আইসিসি কে জানিয়ে দিয়েছে যে উদ্বোধনী অনুষ্ঠান পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। পিসিবি এই বিষয়ে সবুজ সংকেত পেয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত আইসিসি তরফ থেকে কোন বিবৃতিতে জানানো হয়নি এই বিষয়টি। পিসিবি সূত্রে খবর, রোহিত শর্মা আসবেন উদ্বোধনীতে বলেই ধরে রেখেছে তারা। প্রতিটি বড় টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে সকল দেশের অধিনায়কগণ নিশ্চই উপস্থিত থাকেন তাই ইন্ডিয়ান ক্যাপ্টেন এর আসা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আশাবাদী।
কিছুদিন আগে আইসিসির প্রতিনিধি হয়ে তিনজন ভারতীয় সদস্য পাকিস্তানের গিয়েছিলেন। তাদের জন্য দ্রুত ভিসার ব্যবস্থা করা হয়েছিল। রোহিত শর্মার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই হবে, পাক সরকারের কাছ থেকে অনুমতি নেয়া আছে দ্রুত ভিসার জন্য। সবাই তাকিয়ে এখন ভারত সরকারের দিকে। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমিরা। তবে সমস্ত ব্যাপারটি এখনো ধোঁয়াশা।