কলকাতা:- ঘরের মাঠে এখনো কিন্তু জয় থেকে বহু ক্রোশ দূরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটির বিরুদ্ধে আজকে ঘরের মাঠে খেলতে নেমে আবারো পরাস্ত সাদা কালো বাহিনী। ম্যাচের ৬৫ মিনিট কার্যত ১০ জনে খেলেও জয় ঘরে আনতে পারল না তারা। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ১-০ গোলে হারের মুখোমুখি হতে হলো চেরনিশোভ এর দলকে।
মোহামেডানের দুঃখের সময় যেন কাটছে না প্রথমদিকে নিজেদের গাড়িতে দুর্দান্ত গতি থাকলেও বর্তমানে তাদের অবস্থা দুর্বিষহ। গতবারের আই লিগ জয়ী দল এবছর আইএসএলে যেন লাগাম হীন ঘোড়া, একের পর এক হাড়ের মুখোমুখি হয়ে ব্যাকফুটে মোহামেডান স্পোটিং। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি লজ্জার ড্র করার পর টানা চারটি ম্যাচে জয় ঘরে তুলতে পারল না গোমেজরা, কোথায় হচ্ছে অসুবিধে?
মুম্বাইয়ের হয়ে একমাত্র গোল করেন তাদের স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিংহ তবে সাদা কালো শিবিরের লাল কার্ড দেখবার পরেই সুযোগ তৈরি হয় মুম্বাইয়ের জন্য। খেলার ৩৫ মিনিটের মাথায় মোহামেডান তারকা এরশাদের ভুলের কারণেই খেলার পরিণাম এমন হয়, জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তারপর থেকেই রীতিমতো মোহামেডানের আত্মবিশ্বাস ভেঙে যায় পরবর্তী ৫০-৬০ মিনিট লড়াকু ফুটবল খেলেও জয় ছিনিয়ে নিতে ব্যর্থতার।
মেয়াদ শেষে ধরা পড়ে এক অন্য দৃশ্য। কিশোর ভারতী স্টেডিয়াম এর সামনে জমায়েত করে মোহামেডান সমর্থকরা নিশানায় কর্মকর্তা কামারউদ্দিন। এ বছর তুলনামূল্য ভালই দল সাজিয়েছে মোহামেডান কিন্তু সেই টিমের ফলাফল সমর্থকদের অনুভূত হচ্ছে না। আজ ম্যাচ শেষে ক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভের মুখেই রীতিমতো কাবু মোহামেডান কর্মকর্তা কামারউদ্দিন সমর্থকদের উদ্দেশ্যে ভরসার বানী দিয়েছেন তিনি।