ওড়িশার বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়াই মূল লক্ষ্য মোহনবাগানের, দুই প্রাক্তনীকে নিয়ে কোনো রকম মাথা ঘামাচ্ছে না মোহনবাগান
আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই উপভোগlসেই ওড়িশার বিরুদ্ধে ভুবনেশ্বরে রবিবার খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষের মাঠে তিন পয়েন্ট আদায় করাই লক্ষ্য মোহনবাগান কোচের।
আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই উপভোগ্য লড়াই। এই দুই ক্লাবের লড়াই শুধু মাঠেই থেমে থাকে না। মাঠের বাইরেও চলে। এই দলের বিরুদ্ধে পাঁচ গোল খাওয়ার ইতিহাসও রয়েছে মোহনবাগানের। সেই ওড়িশার বিরুদ্ধে ভুবনেশ্বরে রবিবার খেলতে নামবে মোহনবাগান। বিপক্ষের মাঠে তিন পয়েন্ট আদায় করাই লক্ষ্য মোহনবাগান কোচের।সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে ওড়িশা পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। মরসুমের শুরুটা ভাল হয়নি। ফলে মোহনবাগানের কাছে সুযোগ রয়েছে তিন পয়েন্ট পাওয়ার।
Snaps from today’s training 📸🫡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/6OkqAM8foy
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 8, 2024
তবে বরাবরের মতোই বিপক্ষকে খাটো করে দেখতে চাইলেন না কোচ হোসে মোলিনা। তাঁর মতে, মোহনবাগানকে বেগ দেওয়ার ক্ষমতা রয়েছে ওড়িশার।ম্যাচের দু’দিন আগে মোলিনা বলেছেন ওড়িশা দলে অনেক ভাল ভাল ফুটবলার রয়েছে। হয়তো নিজেদের সেরা ছন্দে নেই। তবে দলটার ইতিহাসের কথাও তো মাথায় রাখতে হবে। আমি কখনওই ভাবছি না সহজে ম্যাচটা জিতব। তিন পয়েন্ট পেতে যথেষ্ট লড়াই করতে হবে আমাদের। আইএসএলে সহজ কোনও ম্যাচ নেই। ওড়িশাও আমাদের হারিয়ে ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে থাকবে। ওদের হালকা ভাবে নিলে ভুগতে হবে নিজেদেরই। তার আগে মোলিনা বলেন গ্রেগের শারীরিক অবস্থা খুব ভাল জায়গায় নেই। চোট রয়েছে। আজ ও কাল দলের অনুশীলন রয়েছে। সেখানে ওকে দেখে সিদ্ধান্ত নেব।
মোলিনা জানিয়েছেন তাঁর হাতে দিমিত্রি পেত্রাতোস সাহাল সামাদের মতো খেলোয়াড় রয়েছেন। স্টুয়ার্টের অভাব তাঁরা ঢেকে দিতে পারেন। দিমিত্রির খেলার সম্ভাবনাই বেশি।শেষ তিন ম্যাচে গোল হজম করেনি মোহনবাগান। তবে রক্ষণ নিয়ে চিন্তা পুরোপুরি মিটেছে তা নয়। সেটা মনে করিয়েই মোলিনা বলেছেন সব দলেই ভাল স্ট্রাইকার রয়েছে। আমরা যদি ওদের শাসন করার সুযোগ করে দিই তা হলে গোল করেই। ওড়িশারও ভাল স্ট্রাইকার রয়েছে। আমাদের ভাল ভাবে রক্ষণ করতে হবে। আশা করি আরও একটা ম্যাচে ক্লিন শিট রাখতে পারব। তো দেখা যাক শেষমেষ শেষ হাসি রোববার দিন কে হাসে।