কলকাতা:- রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না আর্জেন্টিনার বিখ্যাত ফুটবলার মারাদোনার পরিবারের। পৃথিবী ছেড়েছেন আজ বহুদিন, তবুও মারাদোনার অতীত যেন তার পরিবারকে আজও তাড়া করে বেড়াচ্ছে। ইতিমধ্যেই মাফিয়া তান্ডবে জেরবার মারাদোনার কন্যা। চলতি মাসেই আদালতে মৃত্যু মামলা শুনানি তার আগেই হুমকির ফোন আসছে ডালিমার কাছে ।
দিয়েগো আরমান্দো মারাদোনা নামটা আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের ক্ষেত্রে একটা অধ্যায়ের মতন । তাকে দেখেই অনেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছে। ইতালির নাপোলিতে খেলার সময় থেকেই ড্রাগস এবং মাফিয়া তান্ডবে জড়িয়ে ছিলেন এই তারকা। তারপর ফুটবল ক্যারিয়ার নষ্টের পথে। ফের কিছু বছর পরেই পরলোক গমন করেন তিনি ।
এবার মাফিয়া তান্ডবে জেরবার হতে চলছে মারাদোনার কন্যা এর জীবন । আগামী ১১ মার্চ আর্জেন্টিনার আদালতে মারাদোনার মৃত্যুর মামলার শুনানি রয়েছে। তার আগে মাফিয়াদের হুমকির দাবি করেছেন প্রয়াত ফুটবলারের মেয়ে।মারাদোনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। তাঁর পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছিল। সেই নিয়েই চলছিল এই মামলা।
২০২০ সালের ২৫ নভেম্বর মারাদোনার মৃত্যু হয়। মারাদোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসক এবং নার্স মিলিয়ে মোট আট জন রয়েছেন অভিযুক্তের তালিকায়। অপরাধ প্রমাণিত হলে চিকিৎসক, নার্সদের ২৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ।