হঠাৎ বাংলার ক্রিকেটে বড় ধাক্কা! বাংলা ছাড়লেন এই তারকা ক্রিকেটার

0

কলকাতা: নিঃশব্দে বাংলা ছাড়লেন ভারতীয় ক্রিকেটার। বাংলার হয়ে আর ঘরোয়া ক্রিকেট খেলবেন না তারকা এই ক্রিকেটার।

ভারতীয় মহিলা দলের অন্যতম তারকা ক্রিকেটার দীপ্তি শর্মা বাংলা ছাড়লেন। লখনউ শহরের মেয়ে দীপ্তি বেশ কয়েক বছর আগে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে এসেছিলেন।

দেশের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী ও প্রাক্তন জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়ের ডাকেই ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা শুরু করেন এই অলরাউন্ডার।

সেই সময় উত্তর প্রদেশ ক্রিকেট দল সেভাবে প্রথম সারিতে না থাকার কারণেই বাংলার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন দীপ্তি। মাসখানেক আগে সিএবি আয়োজিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের আইকন প্লেয়ার হিসেবেও ছিলেন।

 

যদিও দেশের হয়ে খেলা থাকায় টুর্নামেন্ট খেলতে পারেননি দীপ্তি। সাম্প্রতিক সময়ে মহিলা ক্রিকেটে বাংলার যে সাফল্য এসেছে তাতে অনেকটাই কৃতিত্ব দীপ্তির।

 

এবার বাংলা ছেড়ে নিজের রাজ্য উত্তরপ্রদেশের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলবেন এই তারকা মহিলা ক্রিকেটার। বাংলা ছাড়ার সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে জানা যাচ্ছে চাকরি। ‌

ইতিমধ্যেই দীপ্তি শর্মাকে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে পুলিশের উচ্চপদস্থ পদে নিয়োজিত করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি র‍্যাঙ্কে চাকরি পেয়েছেন দীপ্তি শর্মা।

 

সিএবি সূত্রে দাবি, দীপ্তিকে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। দীপ্তির পরিবর্তে কোনও খেলোয়াড় আনা হবে কিনা সেই প্রসঙ্গেও কোনও সদুত্তর নেই। যতদূর জানা যাচ্ছে, এই মুহূর্তে ভারতীয় দলের কোনও ক্রিকেটারকে নিয়ে আসার কোনো সম্ভাবনা নেই।