শরতের মরশুমে জমজমাট কলকাতার মহল। জমজমাট উত্তেজনায় ঘেরা কলকাতা, আইএসএল মরশুম শুরুতেই কলকাতার গুরুত্বপূর্ণ মিনি ডার্বি। অর্থাৎ ২০২৪ এর আইএস এল মরশুমে প্রথমবার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জাইনট বনাম মোহামেডান এফসি। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত আজকের এই মিনি ডার্বি।
খেলা শুরু হয় দুই দলের জমজমাট আক্রমণ দিয়ে দুই দল নিজেদের প্রভাব বিস্তার করতে মগ্ন হয়ে পড়ে। মোহনবাগান তাদের শেষ ম্যাচ ৩-০ তে পরাজিত হয়েছে, এই খেলা শুরু থেকেই মোহনবাগান নিজের দাপট রাখার চেষ্টা করে। গত মেচে পরাজয় পাওয়ার পর এই মিনি ডার্বি জেতার জন্য মরিয়া দেখা যায় মোহনবাগান সুপার জয়েন কে। অন্যদিকে মোহামেডান কিন্তু গত ম্যাচ তাদের বিপক্ষ দলকে পরাজিত করে আসছে সেক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস স্থান অনেক বেশি যা তাদের খেলায় স্পষ্ট ফুটে ওঠে।
কিন্তু গত মৌসুমের বিজয়ী দল অর্থাৎ মোহনবাগান সুপার জায়েন্ট কে বেশিক্ষণ আটকে রাখতে পারল না মোহামেড এসি, ৮ মিনিটের মাথায় গোল তুলে নিল জেমি ম্যাক্লারেণ, এরপর থেকে সবুজ মেরুনের দ্বাপট যেন ম্যাচে বাড়তেই থাকে, ক্রমশ আক্রমণ দ্বারা বিপাকে ফেলতে থাকে কালো সাদা বাহিনীর গোল রক্ষককে, আক্রমণের ধার বাড়ার ফলে চলে এল ম্যাচের দ্বিতীয় গোলটি ৩১ মিনিটে শুভাশিস বোসের কাছ থেকে, এখানেই থেমে থাকলো না প্রথমার্ধের শেষের আগে আরো এক গোল নিজেদের নামে করে নিল সবুজ মেরুন বাহিনী ৩৬ মিনিটের মাথায় গ্রেট স্টুয়ার্টের পা থেকে এবং তিন শুন্যতে প্রথমার্ধের ইতি ঘটে।
দ্বিতীয়ারধে শুরু থেকে সবুজ মেরুন আক্রমণাত্মক খেলতে থাকে, কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় বেশ কিছু পাল্টা আক্রমণ সানায় মোহামেডানের এফসি, বেশ কিছু গোলের সুযোগও তৈরি হয় তাদের কাছে, কিন্তু কোথাও যেন লক্ষ্যের দরজায় পৌঁছে ঠেই হারিয়ে ফেলছিল তারা, সাদাকালো বাহিন আক্রমণ ভাগ বড্ড নিষ্প্রভ লেগেছে আজকের এই ডার্বিতে। মোহনবাগানে কিন্তু তাদের গোল সংখ্যা বৃদ্ধির একাধিক সুযোগ পেয়েছে কিন্তু দ্বিতীয়দের সুযোগগুলো কার্যকরী করতে পারেনি তারা। যার ফলে দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানোর সুযোগও হারাতে হয়েছে তাদের।
আজকের এই ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট ৩ – ০ তে মোহামেডান কে পরাজিত করে মরশুমের প্রথম ডার্বির জয়ের সাদ পেয়ে গেল ।