ভারত খেলতে পারে পাকিস্তানের মাটিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অভিনব শর্ত রাখল পিসিবি !

0

কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছেনা ভারত।কার্যত এটা নির্দ্বিধায় মেনে নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। অনেক আবেদন অর্জি করার পরেও ভারত সরকার ও বিসিসিআই এর তরফ থেকে রোহিত, কোহলি দের পাকিস্তানের মাটিতে খেলার ছাড়পত্র মিললো না। সেই মতো পিসিবি ও প্রস্তুতি নিয়ে ফেলেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টি হাইব্রিড মডেলে আয়োজন করার। দুবাইতে আইসিসির সদস্য দেশগুলির বৈঠকে বিকল্প পরিকল্পনা বা প্রস্তাব দেয়া হতে পারে। সেই প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে আয়োজিত হলেও। কিন্তু শর্ত রাখছে পিসিবি,ফাইনাল ম্যাচটি পাকিস্তানেই হবে। ফাইনাল ম্যাচ টি খেলা হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।

 

শোনা যাচ্ছিলো, পিসিবি ভারতকে কিছু অভিনব প্রস্তাব দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য। ভারতের সবকটি ম্যাচ হবে লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে। অন্যান্য স্টেডিয়াম গুলির তুলনায় লাহোর অনেকটাই ভারতের সীমান্তের কাছাকাছি হবে। ফলস্বরূপ বিসিসিআই যদি না চাই ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানে থাকুক, তাহলে সহজেই খেলোয়াড়েরা দিল্লী, মোহালি , চণ্ডীগড় যেকোনো শহরে ফিরে আসতে পারবে। খেলার পরে পাকিস্তানের কোনো হোটেলে তাদের থাকতে হবে না। তাদের ফিরে আসার জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা থাকবে।

তবে সকল বিষয়টি এখনো ধোঁয়াশা, সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে পিসিবির এক সূত্র জানিয়েছে , বিসিসিআইকে এখনো কোনো লিখিতভাবে এমন কোনো বার্তা জানানো হয়নি। তবে ভারত যেন পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিটি খেলে,নানা বিকল্প নিয়ে দুটি দেশের মধ্যে মৌখিক আলোচনা হবে।

 

শনিবার থেকে শুরু হয়েছে দুবাইতে আইসিসির সদস্য দলগুলির বৈঠক। বৈঠকে পাকিস্তান নিশ্চয়ই চাইবে পুরো টুর্নামেন্টটি পাকিস্তানে করার। তবে শেষ পর্যন্ত এই প্রস্তাব যদি না পাস হয় তাহলে হয়তো হাইব্রিড মডেলের দিকেই হাঁটবে পিসিবি। গ্রুপ পর্বের খেলা গুলী পাকিস্তানে সব না হলেও পিসিবির কোনো আপত্তি নেই, ভারতের ম্যাচে গুলী মূলত সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ যদি ভারতও খেলে সেটা পাকিস্তানের মাটিতে তেই খেলতে হবে এমনটাই দাবী পাকিস্তানের। ফাইনাল ম্যাচে কোনো ভাবেই পাকিস্তান থেকে সরাতে চাইছে না পাক ক্রিকেট বোর্ড। দুই বোর্ডের রেষারেষির লড়াই এখন চরমে, দেখার বিষয় এই জল এখন কত দূর গড়াই তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব।