বিসিসিআই নির্দেশিকা নিয়ে বিস্ফোরক ইংল্যান্ড ক্যাপ্টেন, পরিবার না আসায় চিন্তিত জস বাটলার 

0

কলকাতা:- আগামী বুধবার ক্রিকেটের নন্দনকানন তথা ইডেন গার্ডেন্স এর শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ২০ ওভারের সিরিজ। সেই ফ্রিজের আগেই দশটি তথ্য সম্পর্কিত একটি প্রমাণ মাপের নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই নির্দেশিকায় মোট ১০টি গুরুত্বপূর্ণ নিয়ম উল্লেখ করেছে বিসিসিআই।। সেই নির্দেশিতাকে নিয়েই এখন প্রশ্ন তুলছেন বর্তমান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টেস্ট সফর ব্যর্থতার পরে ভারতীয় ক্রিকেটার এবং ভারতের ঘরের মাঠে খেলা সিরিজ গুলির উপর একটি ১০ দফা নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড যা । নিয়ে রীতিমতো সমালোচনার শিকার হয়েছে বিসিসিআই। এই নির্দেশিকার একটি গুরুত্বপূর্ণ নিয়মকেই বারংবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিসিসিআই।

নির্দেশিকায় লেখা রয়েছে ঘরের দল কিংবা অতিথি দলের কোন ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার পুরো সফরে থাকতে পারবেন না, থাকতে পারলেও নির্দিষ্ট কয়েকদিন তাদের বেঁধে দেওয়া হয়েছে। এবার সেই নিয়মকে নিয়েই মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার।

আজ দুপুরে ইংল্যান্ডের সাংবাদিক সম্মেলনে এসে বাটলার বলেছেন বিদেশে সফরের জন্য ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারকে থাকা উচিত। মূলত আজকে নিজেদের অনুশীলন শুরু করেছিল ইংল্যান্ডের জাতীয় দল একাধারে ফিল সল্ট থেকে সেম কারণ , জফ্রা আর্চার ।

বাটলার বলেন, ‘আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। আমরা এখন আধুনিক জগতে বসবাস করি। আমার মতে সফরে পরিবার থাকা ভাল, এবং সেটা উপভোগ করা উচিত। ক্রিকেটের জন্য প্লেয়ারদের দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়। আমার মনে হয় কোভিডের পর এই বিষয়টা তুলে ধরা হচ্ছে। আমার মতে পরিবার সঙ্গে থাকলে তাতে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হয় না।’

রীতিমতো পরিবার সফরে আসছে না বলে বিসিসিআইকে কটাক্ষ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক কিন্তু তিনি এটাও জানিয়েছেন পরিবারের জন্য যাতে ক্রিকেটে প্রভাব না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে দলের খেলোয়াড়দের। বুধবার প্রথম টি-টোয়েন্টিতে দুই নাইট রাইডার্স এর লড়াই দেখবে ইডেন গার্ডেন্স একদিকে গৌতম গম্ভীর অপরদিকে ইংল্যান্ডের হেড কোচ ব্রান্ডান ম্যাকালাম। দুজনেই এককালে কলকাতায় দাপিয়ে ক্রিকেট খেলেছেন তাই দুজনের কাছেই ইডেন গার্ডেন্স খুব চেনা । তবে খেলার ফলাফল কি হয় সেটার দিকেও লক্ষ্য রাখবেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।