কোলকাতা: বিজয় হাজারে ট্রফিতে নয়া ইতিহাস সৃষ্টি করলেন করুণ নায়ার, শুক্রবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে শতরান করে লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে টানা সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়লেন।শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল বিদর্ভ। এই ম্যাচে ১০১ বলে ১১২ বলের দুরন্ত ইনিংস খেললেন করুণ নায়ার। নিজের রান যখন ছিল ৭০ তখনই একটি রেকর্ড সৃষ্টি করেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একবারও আউট না হয়ে টানা ৫০০ রান করেন নায়ার। এরপর এই ম্যাচে একটি বিশ্বরেকর্ডও সৃষ্টি করলেন বিদর্ভের অধিনায়ক।
চলতি বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন করুণ নায়ার। তাঁর তৃতীয় ধারাবাহিক শতরান। সব মিলিয়ে ৫ ম্যাচে ৪ সেঞ্চুরি করলেন করুণ। শেষ ৫ ইনিংসে মধ্যে জন্মু-কাশ্মীরের বিরুদ্ধে ১১২ করেছিলেন। এরপর ছত্তীসগঢ়ের অপরাজিত বিরুদ্ধে ৪৪ রান করেছিলেন। তামিলনাড়ুর বিরুদ্ধে অপরাজিত ১১১ রান করেছিলেন। চণ্ডীগড়ের বিরুদ্ধে অপরাজিত ১৬৩ রান করেছিলেন। এবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে করলেন ১১২। সেই সঙ্গে ইতিহাসেও জায়গা করে নিলেন।
আগে লিস্ট এ ক্রিকেটে একবারও আউট না হয়ে টানা ৫২৭ রান করার নজির ছিল নিউজিল্যান্ডের জেমস ফ্র্যাঙ্কলিনের। ২০১০ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেম কিউয়ি ক্রিকেটার। তবে শুক্রবার নয়া মাইলফলক গড়লেন নায়ার। আউট না হয়ে ৫৪১ রান করেছেন নায়ার লিস্ট এ ক্রিকেটে। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভান হার্ডিন। তিনি ৫১২ রান করেছিলেন আউট না হয়ে লিস্ট এ ক্রিকেটে।এরআগে আইপিএল করুণ নায়ার ছিলেন ব্রাত্য। কিন্তু ২০২৫ সালের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস দল তাঁকে ৫০ লক্ষ্য টাকায় দলে নিয়েছে। ভারতীয় দলেরও সদস্য ছিলেন করুণ নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন।