Home Football ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা আমাদ দিয়ালো, নাটকীয় জয় নষ্ট করল লিভারপুল

ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা আমাদ দিয়ালো, নাটকীয় জয় নষ্ট করল লিভারপুল

0

কলকাতা: ইংল্যান্ডের মহাযুদ্ধে আজ মুখোমুখি ছিল দুই দানবীয় দল। একদিকে ম্যানচেস্টার ইউনাইটেড অপরদিকে টেবিল টপার লিভার পুল। ১৯৬৮ সাল থেকেই এই দুই ক্লাবের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা সমান তালে চলছে তবে শিরোপার নজীরে ধারে বাড়ে কোথাও যেন একটু এগিয়ে রয়েছে রেড ডেভিলসরা। আজ যেন নাটকীয় খেলা দেখল স্টেডিয়াম। লিভারপুল বনাম ম্যানচেস্টার ম্যাচ সমাপ্ত হলো ২–২ গোলে । তুলনামূলক সহজ প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড তবুও তাদের অত্যাধুনিক আক্রমণের সামনে কিছুটা হলেও পর্যদুস্ত হয়েছিল লিভারপুল।

 

আজ লিভারপুলের ঘরের মাঠে অতিথি হিসেবে এসেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এই বছরটা ইউনাইটেডের জন্য একেবারেই ভালো যাচ্ছে না অপরদিকে আরনি স্লটের লিভারপুল যেন নিজেদের অভিনব রূপ দেখাচ্ছে প্রতিদিন। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ দুটো প্রতিযোগিতাতেই ফার্স্ট বয় মুহাম্মদ শালার দল। খেলার প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে চমক দিল ম্যানচেস্টার সাধারণত বিল্ড ফ্রম দা ব্যাক বলতে যেটা বোঝায় সেই বিষয়ে কার্যত লক্ষ্য রাখেন ইউনাইটেড কোচ আমরিন। প্রথম কুড়ি মিনিটে নিজেদের রক্ষণ বিভাগকে একেবারে সচল রাখলেও দুটো সুযোগ তৈরি করে টেবিল টপার রা প্রথম সুযোগটি আসে লুইস দিয়াজ এর কাছে এবং পরবর্তী সুযোগ পান আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। দুটো সুযোগ পেলেও নিজেদের সুযোগ সঠিক ফলাফলে পৌঁছে দিতে পারেনি লিভারপুল। খানিক রক্ষন বিভাগের উপর জোর দিলেও ইউনাইটেডের প্রথম অ্যাটাক আসে কুড়ি মিনিটের মাথায় দিয়েগো ডালোটের বাড়ানো বলে মাথা লাগান ইউনাইটেড উইঙ্গার ডিআলো।

খেলার প্রথম সুবর্ণ সুযোগ পায় ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্ডেজ এর বাড়ানো লং বল পায় নেদারল্যান্ডের স্ট্রাইকার হুলান্ড। কিন্তু সেই আক্রমণকে রুখে দেয় লিভারপুল গোলকিপার এলিসন, এরপরে আরো আক্রমণ তৈরি করলেও নিজেদের মধ্যে বোঝাপড়া বজায় রেখেছিল রেড ডেভিলসরা।

খেলার দ্বিতীয়ারদের শুরুতেই প্রথম গোল ের ৭ পায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর্জেন্টিনা ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেজের নিজের দুর্দান্ত হাফ বলির জেরে এগিয়ে যায় রুবেন আমরিন এর ছেলেরা।

এরপরেই খেলায় ফেরে ঘরের দল লিভারপুল, ডাচ উইঙ্গার গাকপো এর করা গোলে সমতায় ফেরে স্লটের দল। কিন্তু খেলায় বাকি ছিল আরো চমক। ফির ম্যাচের কিছুক্ষণ পরেই রীতিমতো নিজেদের দ্বিতীয় গোল করে দেয় লিভারপুল সম্ভবত ধরেই নেওয়া হয়েছিল আজকের ম্যাচে সিলমোহর দিয়ে দিয়েছে ঘরের দল। লিভারপুলের স্টার বয় মোহাম্মদ শালার গুলি উপরন্তু লিড নেয় লিভারপুল। নাটকীয় পরিবর্তন আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাতা আমাদ দিয়ালো। তার করা শেষ মুহূর্তের গোলেই ১ পয়েন্ট পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

খেলা প্রথম দিক থেকে যেমন চলছিল সেই অর্থে কিছুটা হলেও ধারে বাড়ি এগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড তবে দ্বিতীয় আর্ধে লিভারপুলের বাড়তি আক্রমণে ব্যাকফুটে চলে যায় তারা। কিন্তু ফির যেন চমক দেয় আমাদ, অবশেষে লিভারপুলের সামনে মান রক্ষা হলো ইউনাইটেডের।

Exit mobile version