পাল্লাকেলে: আজ রবিবার ছিলো ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। ভারতীর দল আজও জয়ের ধারা অব্যহত রাখল দ্বিতীয় দিনে এসেও। ভারতীয় ক্রিকেট দলের নতুন যুগ শুরু হয়েছে। গম্ভীর এর কোচিং জামানায় ও সুরিয়া কুমার এর ক্যাপ্টেন্সি এর অধীনে ভারতীর যুব দল শ্রীলঙ্কা সফরে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ টি জয় অর্জন করেছে। দ্বিতীয় দিনে টসে জিতে ক্যাপটেন সুরিয়া প্রথম বল করার সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কা কে প্রথম ব্যাট করতে পাঠিয়ে রান চেজ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দল।
প্রথম দিনের মতোই শ্রীলংকা নিজের ব্যাটিং প্রথমদিকে ভালো করলেও পরে তাদের ব্যাটিং অর্ডারে ধস নামে ইনিংস শেষ পর্যায়ে এসে পি নিশংকা আর সাথে কুসাল মেন্ডিস শুরু টা ভালো করলেও কুশাল মেন্ডিস বেশিক্ষণ পিচে দাঁড়াতে পারেননি আজ। পরে এসে নিশংকার সাথে কুশল পেরেরা এর মধ্যে হওয়া পার্টনারশিপের উপর ভর করে শ্রীলংকার ইনিংস এগোতে থাকে। নিসংকা করেন ২৪ বলে ৩২ রান ও পেরেরা করেন ৩৪ বলে ৫৩ রান। পেরেরার করা অর্ধশতরানটি শ্রীলংকাকে ভারতের বিরুদ্ধে লড়ার মত লক্ষ্যে পৌঁছে দেয় । তার উইকেট পড়ে যাওয়ার পরে তেমনভাবে শ্রীলংকার ইনিংসে কেউ বড় রান করতে পারেনি। প্রাক্তন শ্রীলঙ্কীয় ক্যাপ্টেন সানাকা আজকেও গোল্ডেন ডাকে আউট হন। ওয়ারিন্দু হাসারাঙ্গা ও প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ক্যাপ্টেন আসলঙ্কা ও ব্যাটা হাতে ব্যর্থ হন আজ।
প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করেছে শ্রীলংকার মাটিতে। আজ পিচ কিছুটা ছিল স্পিন সহায়ক তাই স্পিনাররা ভরপুর সুবিধা নিয়েছে পিচের থেকে। রবি বিষ্ণোয় ৩টি ও আকসার পাটেল ২টি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাক ফুটে ফেলে দেন। পার্ট টাইম বলার হিসেবে রিয়ান পরাগ ৭এর ইকোনোমি দিয়ে প্রতি ওভার রান দিয়ে শ্রীলংকার ব্যাটসম্যান দের তেমন সুযোগ দেননি রান করার।
ফাস্ট বোলারদের মধ্যে আর্শদীপ শিং ২টি ও হার্দিক পান্ডিয়া ২টি উইকেট নেয়। তবে সিরাজ বল হাতে আজও উইকেট সংগ্রহে ব্যার্থ হন। পান্ডিয়া শুরুর দিকে প্রচুর রান দিলেও গুরুত্বপূর্ণ সময়ে ২টি উইকেট নিয়ে ভারতীয় টিম কে খেলায় ফিরিয়ে আনেন। রিংকু সিং দুটি ক্যাচ ছেড়ে দিলেও পান্ডিয়ার করা বলে দুটি ভালো ক্যাচ ধরে নিজের ভুল শুধরে নেন।
দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং এর সময় ম্যাচ বেশ খানিকক্ষণ বন্ধ করে রাখা হয় বৃষ্টির কারণে। বৃষ্টি থামলে ডিএলএস মেথডে ম্যাচের ফল নির্ণয় করার ঘোষণা করা হয়। জসস্বী ব্যাট এ নেমে করেন ১৫ বলে ৩০ রান। সঞ্জু ব্যাট হাতে ব্যার্থ হন মহেশ তিক সানা র প্রথম ডেলিভারি তে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যান। সুরিয়া কুমার যাদব ১২বলে ২৬ রান করে পাথিরানার বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন। হার্দিক পান্ডিয়া ৯ বলে ২২ রান করে নট আউট থাকেন। অপর প্রান্তে রিশব ও নট আউট থেকে করে ২বলে ২রান।
মহেশ তিকসানা, পথিরানা, হাসরঙ্গা একটি করে উইকেট পান । ভারতের লক্ষ্য দেওয়া হয় ৮ওভারে ৭৮ রান । জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া ও ক্যাপ্টেন সূর্য কুমারের রানের উপরে ভর করে ভারত মাত্র ৬ ওভারে কাঙ্খিত রান অর্জন করতে সফল হয় । ভারত এর জয়ের ধারা দ্বিতীয় দিনেও অব্যাহত থাকলো। তিন দিনের টি টোয়েন্টি শৃঙ্খলা তে সুরিয়া,রিঙ্কু দের পরস্পর দুটি ম্যাচ জয়ের ফলে কার্যত বলাই যায় শ্রীলংকার মাটিতে সিরিজ জয় নিশ্চিত করলো টীম ইন্ডিয়া।