ট্রাই বেকারের পর্তুগালকে (৫-৩) গোলে হারিয়ে ফ্রান্স পৌঁছালো Euro 2024 এর সেমিতে

0

প্রিয়াংশু: আজ ছিল ইউরো 2024 এর শেষ আটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ফ্রান্স বনাম পর্তুগাল l দুটি দলেরই প্রথম একাদশ ছিল অত্যন্ত শক্তিশালী দুটি দলের মধ্যে কেউই কাউকে মাঠে এক চুল জায়গা ছেড়ে দিতে ছিল নারাজ। প্রথম থেকেই পর্তুগাল একাধিকবার ফ্রান্সের বিপক্ষে আক্রমণ হানিয়ে আনে কিন্তু ফলাফল কিছুই আসে না।কিন্তু ফ্রান্স ও ছেড়ে দেয়ার মতন নয় তারাও একাধিকবার পর্তুগালের ডিফেন্স ভেঙে গোল করার চেষ্টা করে কিন্তু পর্তুগালের ডিফেন্সও থাকে অভেদ্য। এই দেখতে দেখতে ইতিমধ্যে খেলার বয়স তখন প্রায় 45মিনিটের কাছাকাছি হাফ টাইমের বাঁশি পড়বে পড়বে সেই মুহূর্তে পর্তুগালের খেলোয়াড় রাফায়েল লিও লেফট উইং থেকে বল নিয়ে উঠে গিয়েদুর্দান্ত একটি ক্রস প্রতিপক্ষের বক্সের মধ্যে রাখে
সেখান থেকে রোনাল্ডোর হেড কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তারপর শুরু হয় খেলার সেকেন্ড হাফ
খেলার সেকেন্ড হাফের শুরু থেকেই ফ্রান্স একের পর এক আক্রমণ পর্তুগালের বিপক্ষে আনতে থাকে কিন্তু তাদের চিরো পরিচিত ডিফেন্ডার পেপে ,যাও ক্যানসেলও, নুনো মেনডেস প্রতিটি আক্রমণকে বিফল করে দেয়। আস্তে আস্তে খেলার বয়স যখন 67 মিনিট তখন সেই আবার ফ্রান্সের চির পরিচিত লেফট উইঙ্গার কিলিয়ান এমবাপ্পে আবার সেই বল নিয়ে একটা দুর্দান্ত দৌড় দেখা যায় পর্তুগালের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দিয়ে সামনে পর্তুগালের গোল পোস্টের দিকে এগিয়ে যায় এবং একটি দূর থেকে শর্ট রাখে কিন্তু সেই শর্ট কেউ বিফল করে দেয় পর্তুগালের গোলকিপার ডিয়াগো কস্তা অতএব খেলার স্কোরলাইন 0-0 থাকে। একের পর এক আক্রমণ করার পরও দুই দলের মধ্যে কোন দলই গোলের মুখ দেখতে পায় না । এরপর খেলার বয়স প্রায় ৯০ মিনিট অতিক্রম করে গেছে অতিরিক্ত সময় ও শেষ স্কোর লাইন তখনো 0-0 । শুরু হয় খেলার অতিরিক্ত ৩০ মিনিট এখানেও দুই দলের মধ্যে কেউই নিজের ফসল তুলতে পারেনা ।৩০ মিনিট অতিক্রম খেলার স্কোরলাইন তখনো 0-0 এইবার শুরু হয় ট্রাই বেকার ।পর্তুগালের দিক থেকে প্রথম পেনাল্টি নিতে আসেক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং গোল করে পর্তুগালকে ১-০ গোলে এগিয়ে দেয় এরপর ফ্রান্সের দিক থেকে পেনাল্টি নিতে আসে ডেম্বেলে এবং সেও পেনাল্টিটিটি সফল ভাবে নেয় এবং ফ্রান্সের গোল সংখ্যা সমান করে দেয় অর্থাৎ স্কোর লাইন তখন ১-১|এরপর পর্তুগালের দিক থেকে পেনাল্টি নিতে আসে বার্নান্ডো সেলভা সেও সফলভাবে পেনাল্টি স্কোর করে।ফ্রান্সের দিক থেকে আসে ফোনানা সেও সঠিকভাবে পেনাল্টি স্কোর করে। অর্থাৎ স্কোর লাইন তখন 2-2 একটা টানটান উত্তেজনা দুই দলের দর্শকদের মধ্যে। এরপরই পেনাল্টি নেয়পর্তুগালের প্লেয়ার যাও ফেলিক্স কিন্তু তার নেওয়া পেনাল্টি শট টি সোজা গিয়ে লাগে গোলপোস্টের বাড়ে।এরপরই এখান থেকে খেলার মোড় ঘোড়া শুরু হয় ফেলিক্স এর বলটি বাড়ে লাগার পর ফ্রান্সের দিক থেকে পেনাল্টি নিতে আসে কুন্ডে সে সরাসরি বলটি গোলপোস্টের টপ কর্নারে জড়িয়ে দেয় এখান থেকে ফ্রান্স এগিয়ে যায় 3-2 গোলে ।এর পরিবর্তে পর্তুগাল আবারো একটি পেনাল্টিতে গোল করে 3-3 এরপর ফ্রান্সের দিক থেকে বারকোলা এবং থিও পরপর দুটি পেনাল্টি স্কোর করে ফ্রান্সকে 5-3 গোলে এগিয়ে নিয়েপর্তুগালের দর্শক সহ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের জার্সিতে শেষ বারের মতো ইউরও চ্যাম্পিয়ন হওয়ারস্বপ্ন ভঙ্গ করে ফ্রান্সওঠে সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে।