কলকাতা: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুরন্ত জয় ভারতের। চিনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় হকি দল। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হল ভারত। সেমিফাইনাল ম্যাচে দঃ কোরিয়াকে হেলায় হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন হরমনপ্রীত সিং, বিবেকরা। বোঝাই গেছিল তখন, চিনের মাটিতে খেলা হলেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ মেডেলিস্ট ভারতীয় দল, এশিয়ানদের মধ্যে যে এই মূহূর্তে সেরা হকি দল, সেটা আরও একবার প্রমাণ করে দিল তাঁরা। চিনকে ১-০ গোলে হারিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় তুলে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা জিতল হরমনপ্রীত সিংয়ের ভারতীয় দল।
প্রথম বার ফাইনালে উঠেছিল চিন। প্রথম কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স চিনের গোলকিপার ওয়াং উয়ে হাউয়ের। তাঁর কাছেই বেশ কয়েকবার আটকে গেল ভারত। প্রথম কোয়ার্টারে ভারতের গোলকিপার ছিলেন কেপি পাঠক। তাঁকে বিশ্রাম দিয়ে দ্বিতীয় কোয়ার্টারে সূরজ কারকেরাকে নামানো হয়। প্রথম কোয়ার্টারে রুদ্ধশ্বাস পারফরম্যান্স দু-দলেরই। ক্রমতালিকা অনুযায়ী এশিয়ার সেরা টিম ভারত, তালিকায় সবচেয়ে পিছিয়ে চিন। প্রথম কোয়ার্টারে অবশ্য দু-দলের মধ্যে পার্থক্য করা যায়নি।
ম্যাচ যত এগতে থাকে, ভারতীয় শিবিরে অস্বস্তি। ক্রমতালিকায় পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে একঝাঁক সুযোগ তৈরি হলেও গোল আসছিল না। ম্যাচের ৫০ মিনিট অতিক্রান্ত। চূড়ান্ত লড়াই শেষে নির্ধারিত সময়ের ৯ মিনিটে আগে স্বস্তি। অভিষেকের পাস থেকে ম্যাচ নির্ণায়ক গোল যুগরাজ সিংয়ের।
শেষ চার মিনিটে গোলকিপার ছাড়াই খেলে চিন। লক্ষ্য ছিল, যদি কোনও ভাবে ম্যাচে সমতা ফেরানো যায়। তেমনই ভারতীয় শিবিরের লক্ষ্য দাঁড়ায় ব্যবধান বাড়ানোয়। টুর্নামেন্টে ভারতের সবচেয়ে ছোট জয় এসেছিল পাকিস্তানের বিরুদ্ধে। লিগের ম্যাচে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। সেমিফাইনাল সহ বাকি সব ম্যাচেই গোলের বন্যা ভারতের। ফাইনালেও ব্যবধান থাকল ১-০ গোলেরই।