কবে IPL ফ্র্যাঞ্চাইজিগুলিকে প্রকাশ করতে হবে রিটেনশন তালিকা? বোর্ড দিল ডেডলাইন !

0

কলকাতা : সামনেই আইপিএলের নিলাম। তার আগে বোর্ডের পক্ষ থেকে এ বার সরকারি ভাবে রিটেনশন পলিসি পরিষ্কার ঘোষণা করা হয়েছে। তাতে একাধিক সিদ্ধান্ত পরিষ্কার জানানো হয়েছে। এ বার প্রশ্ন হচ্ছে, রিটেন করা ক্রিকেটারদের তালিকা কবে প্রকাশ করা হবে?

 

ভারতীয় ক্রিকেট মহলে আইপিএল (IPL) নিয়ে এই মুহূর্তে যা আলোচনা চলছে, তাতে সকলের মনে হতে পারে এই বুঝি শুরু হতে চলেছে ১৮তম আইপিএল। তা শুরু হতে অবশ্য দেরি রয়েছে। কিন্তু তার আগে রয়েছে আইপিএলের মেগা নিলাম। যা রয়েছে এ বছরের শেষে। এতদিন ধরে আইপিএলের রিটেনশন পলিসি নিয়ে নানা সূত্র থেকে একাধিক খবর পাওয়া যাচ্ছিল। বোর্ডের পক্ষ থেকে এ বার সরকারি ভাবে রিটেনশন পলিসি পরিষ্কার ঘোষণা করা হয়েছে। তাতে একাধিক সিদ্ধান্ত পরিষ্কার জানানো হয়েছে। এ বার প্রশ্ন হচ্ছে, রিটেন করা ক্রিকেটারদের তালিকা কবে প্রকাশ করা হবে?

 

পঁচিশের আইপিএলের মেগা নিলামে রিটেনশন ও আরটিএম ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যা ৬ জন। যার মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপড (ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে) প্লেয়ার এবং সর্বাধিক ২ জন আনক্যাপড প্লেয়ার রাখা বা নেওয়া যাবে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, বোর্ডের পক্ষ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজিকে রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার ডেডলাইন দেওয়া হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে সকল দলগুলোকে রিটেন করা ক্রিকেটারদের নাম জমা দিতে হবে।

 

এরই মাঝে জানা গিয়েছে, ৩১ অক্টোবরের মধ্যে যদি কোনও আনক্যাপড ক্রিকেটারের জাতীয় দলে ডেবিউ হয়, তা হলে তাঁদের আসন্ন নিলামে ক্যাপড ক্রিকেটারদের তালিকায় রাখা হবে। যেমন এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলার জন্য ডাক পেয়েছেন টিম ইন্ডিয়ার মায়াঙ্ক যাদব, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি। তাঁরা আপাতত আনক্যাপড। যদি তাঁদের বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক হয়, তা হলে তাঁদের আইপিএল নিলামে ক্যাপড প্লেয়ারের ক্যাটেগরিতে রাখা হবে।