Home Football “আমাদের থেকে মহামেডান ভালো ফুটবল খেলেছে” , প্রশংসায় পঞ্চমুখ মানলো মার্কেজ, মহামেডান...

“আমাদের থেকে মহামেডান ভালো ফুটবল খেলেছে” , প্রশংসায় পঞ্চমুখ মানলো মার্কেজ, মহামেডান তারকা বিকাশের প্রতি নজর রাখলেন ভারতীয় দলের কোচ

0

কলকাতা:- আইএসএল ইতিহাসে প্রথমবারের জন্য খেলতে নেমেছে মহামেডান স্পোর্টিং। আগের বছর আই লীগের শিরোপা জয়ের পর আইএসএল এ পদার্পণ। তবে এখনও অবধি জয়ের মুখ দেখেনি তারা।

প্রথম ম্যাচে ডুরান্ড চ্যাম্পিয়ন্স দের কাছে হারের মুখোমুখি হতে হয় তাদের। আজ ঘরের মাঠে মানলো মার্কেজের গোয়া এর বিরুদ্ধে নেমেছিল সাদা কালো শিবির। তবে শেষ রক্ষা হলনা, ইনজুরি টাইমে গোল হজম করতে হলো তাদের। প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে ১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল তারা ।

ম্যাচ সমতায় শেষ হলেও কার্যত মহামেডান এর প্রশংসায় পঞ্চমুখ মানলো মার্কেজ। বিশেষত দলের মধ্যে থাকা এক নতুন তুর্কি বিকাশ সিংহকে নিয়ে আশা রাখলেন কোচ। কেরালা ব্ল্যাস্টার্স এর থেকে লোন হিসেবে আসা এই বামদিকের উইঙ্গার কাল রীতিমত দুরন্ত ফুটবল খেলেছে গোয়া এর বিরুদ্ধে।

এছাড়াও এর পূর্বে গোয়া এর মতন দলের থেকে বহু তরুণ খেলোয়ার ভারতীয় দলে জায়গা করে নিয়েছে কিন্তু বর্তমানে পরিস্থিতি অন্যরকম। খোদ ভারতীয় দলের কোচ এবং এফসি গোয়ার কোচ স্বয়ং মার্কেজ সেক্ষেত্রে এক নতুন ভারতীয় যুব প্রতিভার দিকে নজর যাওয়া বেশ কয়েকটি দিকে নজর রাখে।

কাল সারা ম্যাচে যেনো দুরন্ত ফুটবল খেলেছে বিকাশ, পাসিং থেকে শুরু করে ডিফেন্স কে পিছনে ফেলে ওভারল্যাপিং দৌড় সবটাই যেন তার হাতের মুঠোয়। গোয়া এর ফুল ব্যাকদের পক্ষ কষ্টসাধ্য ছিল তাকে ধরে রাখা।

এছাড়াও মহামেডান এর কালকের পারফরমেন্স কে দেখ মুগ্ধ ভারতীয় কোচ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আজ আমাদের থেকে মহামেডান অনেক ভালো ফুটবল খেলেছে। আমরা নিজেদের খেলাটা আজ খেলতে পারিনি। ইনজুরি টাইমে গোল আসায় আমরা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। তাতে আমরা কিছুটা হলেও অবাক হয়েছি। কিন্তু সত্যি বলতে গেলে আমরা এই পয়েন্ট গ্রহনের যোগ্যতা রাখি না।”

পরপর দুটি ম্যাচে জয় না এলেও জয়ের পথে অগ্রসর সাদা কালো শিবির।

Exit mobile version