Home Football “আমরা তিন পয়েন্টের জন্য খেলব” , ইস্টবেঙ্গল – কেরালা যুযুধানের আগে আশাবাদী...

“আমরা তিন পয়েন্টের জন্য খেলব” , ইস্টবেঙ্গল – কেরালা যুযুধানের আগে আশাবাদী লাল হলুদ কোচ

0

কলকাতা:- এবারের দলগঠনকে নজরে রাখলে বোঝাই যাচ্ছে অন্য সকলের থেকে হয়ত অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল। কার্যত এফসি এবং আইএসএল কে মাথায় রেখেই রীতিমত বড় বড় তারকা সাক্ষর করেছিল তারা।

তবে ফের পুরোনো মসজিদেই হয়ত ফিরতে দেখা যাচ্ছে লাল হলুদকে, অর্থাৎ আবারও পথচলা সেই পুরোনো ছন্দে। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে কঠিন হারের পর ফলত কটাক্ষের শিকার হয়েছেন কোচ সহ পুরো দল। এবার সামনে দক্ষিণ ভারতের কেরালা ব্লাস্টার্স।

আজ কেরালার ঘরের মাঠে নামতে চলেছেন ইস্ট বেঙ্গল। বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ালেও কোচিতে আর পয়েন্ট খোয়াতে চান না ইস্টবেঙ্গল এফসি-র কোচ কার্লেস কুয়াদ্রাত ।
এ বছর এপ্রিলের মতো কেরল ব্লাস্টার্সকে হারিয়ে পুরো তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতে চান তিনি ও তাঁর দল। শনিবার কোচিতে সাংবাদিকদের সে রকমই জানিয়ে দিলেন কুয়াদ্রাত।

কুয়াদ্রাত বলেন, “কাল আমরা পুরো পয়েন্টের জন্যই লড়ব। ভাল খেলতে হবে আমাদের। সবে মরশুম শুরু করেছি আমরা। গত ম্যাচে পয়েন্টের খুব কাছাকাছি ছিলাম। ৮৫ মিনিটের মাথায় গোলের খুব সহজ সুযোগ পেয়েছিলাম। প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগও তৈরি করেছি আমরা। তবে মরশুমের শুরুতে এটা স্বাভাবিক। এই সময়ে সব দলই তাদের সেরা কম্বিনেশনের খোঁজে থাকে। তবে দলের ফুটবলারদের মানসিকতা ও পারফরম্যান্সের তীব্রতায় আমি খুশি। ওরা আমাদের সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা করি, এখান থেকে আমরা তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতে পারব”।

“কালকের ম্যাচে সমানে সমানে লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, দুটো দলই ভাল। সমর্থকদেরও ভূমিকা এই ম্যাচে গুরুত্বপূর্ণ। তাদের নিয়েও আমরা একটু চিন্তায় আছি। কারণ, মানিয়াপ্পাডা ফ্যানদের সামনে জিততে হলে আমাদের সত্যিই ভাল খেলতে হবে। কেরল ব্লাস্টার্সও বেশ চাপে থাকবে। ওদেরও পুরো পয়েন্টের জন্য লড়াই করতে হবে। আমরাও এখান থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চাই”।

অর্থাৎ সামনে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে থাকা কেরালা ব্লাস্টার্সকে সমীহ করছেন না ইস্টবেঙ্গল কোচ।

Exit mobile version