আইপিএলে তকমা পেয়েছিলেন স্পিডস্টার, এবার নাম এলো ভারতীয় দলে ! বাংলাদেশের বিরুদ্ধে T20I সিরিজে কোন পনেরো জোনের ভাগ্য খুলল ?

0

কলকাতা: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য় ভারতীয় দল ঘোষণা হলো। প্রত্যাশামতোই টেস্ট দলের তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে।সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে তেমন চমক নেই। ঈশান কিষাণ বা ঋতুরাজ গায়কোয়াড় ডাক পেলেন না। বাংলার কাউকেই এই দলে রাখা হয়নি।

 

দুরন্ত পেসে চলতি বছর আইপিএলে নজর কেড়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের ময়াঙ্ক যাদব। তিনি ডাক পেলেন ভারতীয় টি২০ দলে। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকেও সুযোগ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় যে টি২০ সিরিজের দল পাঠানো হয়েছিল তাতে বেশ কিছু বদল এসেছে।

 

এই টি২০ সিরিজের পরই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সে কারণে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ পড়়েছেন খলিল আহমেদ। বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদবকে সুযোগ দেওয়া হলো বাংলাদেশ সিরিজে।

 

দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণ বা ধ্রুব জুরেলকে টেক্কা দিয়ে সুযোগ পেলেন জিতেশ শর্মা। অভিষেক শর্মা জিম্বাবোয়ে সিরিজের পর ফের সুযোগ পেলেন। তাঁর সঙ্গে সঞ্জু স্য়ামসনকেই ওপেন করতে পাঠানো হতে পারে। ভারতীয় টি২০ দলে বাংলার কোনও ক্রিকেটারের জায়গা না হলেও কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার রয়েছেন। তাঁরা হলেন রিঙ্কু সিং, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

 

৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তিনটি টি২০ আন্তর্জাতিক।

 

 

দেখে নেওয়া যাক বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত

ভারতের টি২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিং, হর্ষিত রানা,ময়াঙ্ক যাদব।