অঘটন ঘটল WTC এর সারণীতে! অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা, চিন্তায় ” মেন ইন ব্লু”

0

কলকাতা:- একদিকে যখন জ্বলছে টেস্ট ক্রিকেটের তান্ডব অপরদিকে সেই সূত্রেই আকস্মিক ভোল বদল হয়ে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এরপয়েন্ট টেবিলে। বর্তমানে টেস্ট ক্রিকেটের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে মূলত খবরের শিরোনামে রয়েছে বর্ডার গাবাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ এর অপ্টাস স্টেডিয়ামে দুরন্ত জয় পেয়েছে মেন ইন ব্লু, আগামী ৬ তারিখ দিন রাতের গোলাপি বলে টেস্টে আবার মুখোমুখি হতে চলেছে এই দুই দল। স্বভাবত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সমর্থকদের একাংশের ধারণা এটাই ছিল যে মূলত ফাইনাল টি অনুষ্ঠিত হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কিন্তু তার মাঝেই ঘটে গেল অঘটন।

প্রথম বর্ডার গাবাস্কার ট্রফির ম্যাচে ভারতের কাছে পরাস্ত হবার পর অস্ট্রেলিয়া কিছুটা পিছিয়ে গেলেও অঘটন ঘটতেই হত। টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ সাউথ আফ্রিকা উঠে এলো দ্বিতীয় স্থানে ফলত খানিক চিন্তার ভাঁজ কামিংস এর মাথায়। প্রটিয়া দের আকস্মিক এমন গতিধারা রীতিমতো ভাবাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কারণ সাউথ আফ্রিকা যথেষ্ট পরিমাণে বিপদে ফেলতে পারে এই দুই দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মসৃণ পথকে।


কেন উঠে এলো সাউথ আফ্রিকা ? আসলে চলছে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলংকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। এবং সেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কার যত ২৩৩ সালে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট লাভ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি হবার পূর্বে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে ছিল পঞ্চম স্থানে কিন্তু অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ওই দল বর্তমানে দ্বিতীয় স্থান দখল করেছে এবং যার পি সি টি স্কোর চোখে পড়বার মতো । বর্তমানে দক্ষিণ আফ্রিকার পিসিটি স্কোর হল ৫৯.২৫।

দক্ষিণ আফ্রিকার এমন বিরাট উন্নতিতে একটু হলেও সমস্যা সম্মুখীন হতে হল ভারত অস্ট্রেলিয়াকে । যার আঁচ এসে পড়বে বর্ডার গাবাস্কার ট্রফির উপর। প্রথম ম্যাচেই ভারতের কাছেই পরাস্ত হবার পর অস্ট্রেলিয়া চাইবে দিনরাত্রি গোলাপি বলে টেস্টে বাজিমাত করতে এবং নিজের দ্বিতীয় স্থানটি ফিরে পেতে বর্তমানে তারা পয়েন্টস টেবিলে রয়েছে তৃতীয় স্থানে।

মূলত যদি নিয়মটি কে ভালো করে বোঝা যায় তাহলে প্রসঙ্গতা দেখতে পাওয়া যাচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর পয়েন্ট টেবিল প্রথম এবং দ্বিতীয় স্থানে যে দলগুলি থাকে তারাই কিন্তু ফাইনালে জায়গা করে নেবে। ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ যেমন চলছে ওপরের দিকে মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকা ও কিন্তু খেলতে হবে আসন্ন আরো তিনটি টেস্ট ম্যাচ যেখানে তারা মুখোমুখি হবে শ্রীলংকার সাথে একটি ম্যাচ এবং পরবর্তী দুটি ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা এই তিনটি ম্যাচে যদি জিতে যায় তবে সেই ক্ষেত্রে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যে কোন একটি দলই ফাইনালে নিজেদের জায়গা করে নিতে পারবে।

অর্থাৎ পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারাতে পারলেই রীতিমতো প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের আসন পাকাপাকি করতে পারবে দক্ষিণ আফ্রিকা ভারত ও অস্ট্রেলিয়ার উপর।