সবাই কে সমান পুরস্কার মূল্যের দাবী, রোহিত, দ্রাবিড় এর পদক্ষেপে প্রশংসায় পঞ্চুমুখ সবাই

0

চলতি বিশ্বকাপ ভারত বিজয়ী হওয়ার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিরাট অঙ্কের পুরস্কার এর কথা ঘোষণা করেছে ভারতীয় খেলোয়ার দের জন্য। পুরস্কার মূল্যের একাংশ রোহিত সাপোর্ট স্টাফ দের দেয়ার সিদ্ধান্ত নেন। বার্বাডোজ থেকে দেশে ফেরার সময় নিজের ইচ্ছার কথা জানান তিনি।

বিসিসিআই এর তরফ থেকে ভারতীয় দল এর জন্য ১২৫ কোটির পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। তবে পুরস্কার টি বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয় পদ অনুযায়ী। যেমন বিশ্বজয়ী দল এর অংশ যে ১৫ জন খেলোয়ার ও হেড কোচ সব থেকে বেশি অর্থ পাবে। বাকী সহকারী কোচ ও স্টাফ রা তুলনামুলক পাবে কোম বোনাস। এমত অবস্থায় রোহিত প্রস্তাব রেখেছেন সবাইকে সমান বোনাস দেওয়ার। ইতিমধ্যেই রাহুল দ্রাবিড় তাঁর পাওয়া পাঁচ কোটি টাকার মধ্যে দেড় কোটি টাকা ফেরত দিয়েছেন। বাকি কোচরা যাতে সমান অর্থ পায় এই জন্য দ্রাবিড় এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে। এবার কোচ দ্রাবিড় পথে হাঁটলেন ক্যাপ্টেন রহিত শর্মা।

গত একই জুলাই বিসিসিআই এর তরফ থেকে এই বড় অংকের বোনাসটা দেওয়ার কথা জানানো হয় সবচেয়ে বেশি অর্থ পান জাতীয় দলের পনেরো খেলোয়াড় ও হেড কোচ তারা পায় মোট পাঁচ কোটি করে। তাদের তাদের থেকে কম বোনাস পান সহকারী কোচ , ফিজিও, এনালিস্ট সহ অন্যান্য সাপোর্টিং স্টাফরা। এই কথা শুনে রোহিত বার্বাডোজ থেকে আসার সময় তিনি জানান নিজের বোনাসের কিছু অংশ কমিয়ে দিয়ে তিনি সহকারী স্টাফদের সমান বোনাস পাওয়ার ব্যবস্থা করবেন। রোহিত উদ্যোগ নেন তার ভাগের টাকা বাকিদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। রোহিতের এই প্রস্তাব প্রশংসা কুড়াই দর্শক মহলে। তবে সঠিকভাবে এখনো জানা যায়নি সবাই সমান ভাবে টাকা পেয়েছেন কিনা তাদের ভাগের। কিন্তু রাহুল দ্রাবিড় তার বোনাসের পাঁচ কোটি টাকা থেকে দেড় কোটি টাকা কম নিয়েছেন এটা সত্য।

রোহিত ,কোহলি, বুমরা মরা সহ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা বর্তমানে ছুটি কাটাচ্ছেন। শ্রীলঙ্কা সফরেও হয়তো তারা যোগ দেবেন না তাদেরকে লম্বা ছুটির জন্য পাঠানো হয়েছে। একেবারে বাংলাদেশ সফরে হয়তো তারা যুক্ত হবেন জাতীয় দল এর সাথে। রোহিতের অনুপস্থিতে শ্রীলঙ্কা সফরে ক্যাপ্টেনের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন হার্দিক পান্ডিয়া।