কলকাতা:- ভারত বনাম পাকিস্তান এই শব্দ বন্ধ যেন শুধুই দুই বা তিন শব্দের বুনিয়াদ নয়, বরং এই শব্দভন্দির মধ্যে লুকিয়ে রয়েছে কোটি কোটি মানুষের আশ্বাস ভরসা এবং ভালোবাসা। ক্রীড়া জগতে ভারত বনাম পাকিস্তান এই শব্দটা আবেগের ক্ষেত্রে এক অন্য মাত্রা এনে দেয়।
আগামীকাল এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ক্রীড়া জগতে দুই চির প্রতিদ্বন্দ্বী, ভারত এবং পাকিস্তান। প্যারিস অলিম্পিকে ব্রঞ্জ জয়ের পর থেকেই এখনো অব্দি রীতিমত অপরাজিত রয়েছে ভারতীয় হকি দল। এমনকি টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরিচিত পাকিস্তানও হলে শনিবার কোন দল কার জয়রথ থামাবে তা কিন্তু ভুলবার অবকাশ রাখেনা।
যদি ভারত ও পাকিস্তানের হেড টু হেড বিচার করা যায় তবে দেখা যাবে ২০১৩ সালের পর থেকে মোট ২৫ টির মধ্যে ১৬টি ম্যাচে জিতেছে ভারত এবং যেখানে এই ২৫ টি ম্যাচে মোট ১৬ টি গোল করেছেন স্বয়ং ভারতীয় দলের অধিনায়ক হারমানপ্রীত সিং।
কিন্তু ম্যাচের আগে বেশ আশাবাদী ভারতীয় দলের অধিনায়ক, তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান খুবই ভাল একটা দল। ম্যাতের যেকোনো পর্যায়ে তাদের বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে। আমি জুনিয়র লেভেল থেকেই পাকিস্তানের কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। আমাদের মধ্যে একটি বিশেষ বন্ধন রয়েছে। তাঁরা আমার ভাইয়ের মত। তবে মাঠে আমাদের আবেগকে নিয়ন্ত্রণে রেখে নিজেদের খেলাটা খেলতে চাই’।