কলকাতা:- এএফসি চ্যাম্পিয়নস লিগ টু এর গ্রুপ পর্বের বাছাই শেষ হলো আজ। ২০২৪-২৫ মরসুমকে মাথায় রেখে আবারো আয়োজিত হতে চলেছে এশিয়ার অন্যতম জনপ্রিয় ক্লাব প্রতিযোগিতা। ১৬ ই আগস্ট শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এফসির কার্যনির্বাহী দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল এই গ্রুপ পর্বের বাছাই।
২০২৩-২৪ সালেও মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্বের তৃতীয় স্থান অর্জন করেছিল কিন্তু নকআউট পর্বের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। কিন্তু পূর্ববর্তী বছর আইএসএলে মন জয় করা পারফরম্যান্স এর দরুন এবার এফসির চ্যাম্পিয়ন্স লিগ টু এর মঞ্চে আবারও তারা অংশগ্রহণ করছে।
কাতারের দল আল ওয়াকরা, তাজাকিস্তানের এফসি রাভসান সহ মোহনবাগানের মুখোমুখি হতে চলেছে ইরানের ট্রাক্টার এফসি।
এর পূর্বে কাতার দল আল ওকরাহ কাতার স্টার্স লিগে চতুর্থ স্থান অর্জন করে যোগ্যতা অর্জন করেছে। কাতারের তরফ থেকে এটিই হবে তাদের প্রথম উপস্থিতি ।
এছাড়াও ইরানের ট্রাকটার এফ সি ২০২৩-২৪ পারস্য উপসাগর প্রো লিগে চতুর্থ স্থান অর্জনের সাথে গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে ।তারা দুবারের ২০২১ এবং ১৬ সালে পূর্ববর্তী এফসি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ১৬ তে পৌঁছেছে।
২০২৪ সালের ১৭ ই সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত হোম এন্ড রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব।
শেষ ১৬ এর খেলা হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এরপরে মার্চ ২০২৫ এ কোয়ার্টার ফাইনাল এবং এপ্রিল ২০২৫ সেমিফাইনাল হবে।
টুর্নামেন্টের ফাইনালের দিনক্ষণ ইতিমধ্যে স্থির করা হয়েছে ।
১৭ই মে ২০২৫ এ অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়নস লিগ ২ এর ফাইনাল।