কোলকাতা:- বর্তমান ভারতীয় ফুটবল মহলের অধিক চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম আনোয়ার আলীর দলবদলের কর্মকাণ্ড। ১০ জুলাই থেকে চলে আসা এই ঘটনার নতুন মোড় ঘুরলো গতকাল।স্পোর্টসলাইট মিডিয়ার একান্ত সাক্ষাতকারে রঞ্জিত বাজাজ জানিয়েছেন যে আনোয়ার আবারও তার পুরনো ক্লাবেই ফিরতে চলছেন শুধু পিএসসির ছাড়পত্রের অপেক্ষা।
দিল্লি এফসিতে ফিরছেন আনোয়ার আলি? দলবদলের বাজারে নতুন জল্পনা
Anwar Ali to return back to Delhi FC? The transfer saga takes new turn
আসুন প্রথম থেকেই জেনে নেওয়া যাক সম্পূর্ণ আনওয়ার আলিকে নিয়ে দীর্ঘদিনের এই জলঘোলার আসল কাহিনী
৯ জুলাই ২০২৩:- দিল্লী এফসি থেকে ৪ বছরের লোন ডিলে মোহনবাগান জয়েন করেন আনোয়ার আলি। এরপরে ঠিক ১ বছরের মাথায় দল ছাড়ার জন্য কার্যত এক পা এগিয়ে রেখেছেন আনোয়ার
১০ জুলাই ২০২৪:- আনয়ার কে নিয়ে এরপর বেশ কিছু জল্পনা চলতেই থাকে ,শোনা যায় যে সে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেন। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের এই শতবর্ষের লড়াইয়ের মাঝে যেনো পথের কাটার মত বিধে রয়েছে আনওয়ার আলীর বর্তমান পরিস্থিতি।
১১ জুলাই:– এরপরে ৫ বছরের জন্য ইস্টবেঙ্গলের হয়ে চুক্তিপত্র সাক্ষর করলেন প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী।
১২ জুলাই:- খবরটি ছড়িয়ে পড়ায় সূত্র মারফত জানা যায় যে ইস্টবেঙ্গলের ওপর কার্যত স্থগিতাদেশ আসতে পারে । ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ইস্টবেঙ্গল সচিবদের কাছে জবাবদেহী চাওয়া হয়।
১৪ জুলাই:- পুরো ঘটনাটি পর্যবেক্ষণের দায়িত্ব এসে পড়ে পিএসসির ওপর ।
১৫ জুলাই:– মোহনবাগান আনোয়ারকে চিঠি লিখে কার্যত তাদের অনুশীলনে হাজির হওয়ার নির্দেশ দেন। পাল্টা আনোয়ার ফেডারেশনকে মেইল করে জানান তিনি মোহনবাগানে খেলতে পারবে না। বচসায় জড়িয়ে যায় দুই প্রধান।
১৬ জুলাই:- এরপরই আইনি লড়াইয়ের সম্ভাবনা উস্কে ওঠে, কারন দেবাশীষ দত্ত দাবি করেন এনওসি ছাড়াই আনোয়ার সই করেছেন আনোয়ার , যেটি সম্পূর্ণ অবৈধ। অপরপক্ষে আনোয়ার বলেন তার চুক্তিপত্র নাকি শর্তসাপেক্ষে নয়, কারণ এতে কোনো টার্মিনেশন চুক্তি নেই।
১৮ জুলাই:– দেবাশীষ দত্ত বারংবার ইস্টবেঙ্গলকে আক্রমণ করেন। এবং নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে আনোয়ার সম্পর্কিত নানা রকমের ভিডিও জারি হয়।
২০ জুলাই:- জল্পনার অবসান হয়, শোনা যায় মোহনবাগান এর হয়েই খেলতে চলছে অনোয়ার।
২১জুলাই:- মোহনবাগানের তরফ থেকে কটাক্ষ করে ভিডিও পোস্ট করা হয়। যেখানে মানহানির মামলা করেন দিল্লী এফসি।
২২ জুলাই:- রঞ্জিত বাজাজ এক্সক্লুসিভ আমাদের জানান যে, আনোয়ার বর্তমানে তার পুরনো ক্লাবেই হয়তো ফিরতে পারেন।
এবং এই সংবাদের পরেই ফলত সরগরম ময়দান। এরপরে কি হয় সেটির সম্পূর্ণ ভাবে নির্ভর করছে পিএসসির ছাড়পত্রের ওপর। তবে বলা যায় যে, আনোয়ারকান্ডে প্রতিদিন নতুন মোড় ঘুরছে ।