অনুশীলনে উপস্থিত থাকলেও সুপার কাপে খেলতে নারাজ ফ্লরেন্ট, মহামেডান শিবিরে চিন্তার মেঘ

0

কলকাতা:- গতবছরি আই লিগ থেকে যোগ্যতা অর্জন করে আইএসএল এর মঞ্চে পদার্পণ করেছিল বাংলার আরেক প্রধান মহামেডান। আইলি যে গত বছর দুরন্ত পারফরম্যান্সের পর চলতি মরশুমে ঘটে যাওয়া আই এস এল এর মঞ্চে সমর্থকদের মন রাখতে পারেনি সাদা কালো শিবির। নানা জটিলতার মাঝেও আইএসএল সম্পূর্ণ করে এবার সুপার কাপ লক্ষ্য মহামেডান এর । আগামী ২৪ তারিখ নর্থ ইস্ট এর বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামতে চলেছে তারা এবং তার আগেই আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে জোড় কদমে অনুশীলনের নেমেছিল অমরজিৎ সিং থেকে মার্ক আন্দ্রেরা।

আইএসএলে খেলতে এসে প্রথম দিকে তেমন জটিলতার শিকার হয়নি মহামেডান । শ্রাচি গ্রুপ এবং বাঙ্করহিলের যৌথ উদ্ভাবনায় নতুন বিনিয়োগ নিয়ে বেশ কয়েকজন নয়া-বিদেশি সই করেছিল তারা। তবে ফের শুরু হয় বিভিন্ন অর্থনৈতিক জটিলতা এমনকি শেয়ার হস্তান্তর নিয়ে বানানো ঘটে ক্লাব কর্মকর্তা এবং তাদের বিনিয়োগ সংস্থার মধ্যে এরপরে একের পর এক ঘটনায় রীতিমতো জর্জরিত হয়ে নিজেদের আই এস এল মৌসুমকে অন্ধ কুয়োয় ফেলে দেয় মোহামেডান কর্তৃপক্ষ। কিন্তু অর্থনৈতিক জটিলতা থেকে শেয়ার হস্তান্তর সবকিছুর মাঝে খেলোয়াড়দের একাংশ কে বেতন দিতে পারেনি মোহামেডান ক্লাব তার জেরে রীতিমতো অনুশীলন বয়কটেও দেখা যায় তাদের।

তবে এই সমস্ত প্রশ্নচিহ্নের মাঝে সুপার কাপে অংশগ্রহণ নিয়ে সমর্থকদের মনে নানা বাগবিতণ্ডা তৈরি হয়েছিল! সুপারকাপে আদৌ কি দল খেলবে? এই নিয়েও রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন বহু মহামেডানের সমর্থকরা। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের সুপার কাপের জন্য জোর কদমে অনুশীলন সারলো মোহামেডান। কোচ মেহরাজউদ্দিন এর তত্ত্বাবধানে এক ঝাঁক ভারতীয় খেলোয়াড় এবং বিদেশীদের মধ্যে শুধুমাত্র রক্ষণভাগের খেলোয়াড় ক্লোরেন্ট ওগিয়ের এবং নতুন অস্ট্রিয়ান ফুটবলার মার্ক আন্দ্রে কে রেখেই দল সাজাতে দেখা যায় কোচ কে। সূত্র মারফত জানা যাচ্ছে মাত্র তিন দিন অনুশীলন করে কলিঙ্গে উড়ে যাবে মোহামেডান এবং সেই কারণে অনুশীলনে এলেও সুপার কাপে অংশগ্রহণে রাজি নয় রক্ষণ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিদেশি ফ্লোরেন্ট ওগির। মূলত চোট সমস্যার জন্যই পিছু ঘটেছেন তিনি । কোনরকম অতিরিক্ত শারীরিক চাপ বাড়াতেও নারাজ ফ্রান্সের এই ডিফেন্ডার। সেক্ষেত্রে মোহামেডানের জন্য বাড়তি চাপ দলকে সাজিয়ে তোলা।

আগামী ২৩ তারিখ কলকাতা থেকে কলিঙ্গে উড়ে যাচ্ছে মহামেডান, প্রতিপক্ষ শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেড। আলাদিনের ঝড় কে কাবু করতে রীতিমত প্রস্তুত মেহরাজ উদ্দিন এর সৈন্যরা । তবে কঠিন প্রতিপক্ষ হলেও তাদের সমিহ করছেন মোহামেডান কোচ।