কলকাতা:– “শেয়ানে শেয়ানে লড়াই”, এই বাক্য বানটিকে আজ মিনি ডার্বি দেখে মোটেও পর্যালোচনা করা দরকার নেই। সর্বদা দেখে এসেছি ময়দানে ডার্বি শব্দটা উঠলেই একটা উত্তাপ একটা সমানে সময় লড়াই। কিন্তু আজ ডার্বির রং অন্য, একদিকে ১১ জন খেলোয়াড় নিয়ে অতিথি দল মহামেডান স্পোর্টিং ও অপরদিকে ঘরের মাঠে ১১ জন নিয়ে নামলেও পরে ৯ জন সহ খেলোয়ার নিয়েই খেলা সমাপ্ত হলো।
আজ ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লাল হলুদ কোচ , ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভুল আর কড়া হাতে দমন করছিলেন রেফারি হরিশ কুণ্ডু। ম্যাচের ২৯ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের নন্দকুমার ও বিপক্ষের আমার জিতের মধ্যে রীতিমত শুরু হয় বল দখলের লড়াই সেই সময়ই নন্দকুমার এর হাত লাগে বিপক্ষের খেলোয়াড়েরদেখানোসেই থেকেই বিপত্তি।
প্রথমে বিপক্ষের অমরজিৎ কে হলুদ কার্ড দেখানো হলেও পরবর্তীতে তার মুখ থেকে কার যত রক্তের ফোয়ারা দেখে হতভম্ব রেফারি সিদ্ধান্ত পাল্টে নন্দকুমারকে লাল কার্ড দেখানো শ্রেয় বলে মনে করেন তিনি ।
তবে মহেশের এই আচরণ ভাল ভাবে দেখছে না ক্লাব। খেলা শেষে অস্কার বলেন, ‘রেফারির বিরুদ্ধে কথা বলতে পারব না। কারণ, রেফারির বিরুদ্ধে কথা বললে শাস্তি হতে পারে। তবে মহেশ যেটা করেছে সেটা ঠিক করেনি। ফিফার নিয়ম আমরা সকলেই জানি। মহেশ সেই নিয়ম ভেঙেছে। তাই ক্লাব ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মহেশকে বুঝতে হবে নিয়ম ভাঙা কোনও ভাবেই চলবে না। ওকে শৃঙ্খলা শেখাতে হবে।’
অর্থাৎ দলের একাংশের মধ্য দিয়ে জানা যাচ্ছে মহেশের উপর রীতিমতো ক্ষুব্ধ কোচ অস্কার।