Home Football ISL 2024-25: ডার্বির আগেই শহরে ইস্টবেঙ্গলের নয়া কোচ, বাগানের বিরূদ্ধে...

ISL 2024-25: ডার্বির আগেই শহরে ইস্টবেঙ্গলের নয়া কোচ, বাগানের বিরূদ্ধে ডাগআউটে থাকবেন অস্কার!

0

কলকাতা:- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, শহরে আসতে চলেছেন ইস্টবেঙ্গলের নয়া কোচ অস্কার ব্রুজো। পূর্ববর্তী কোচ কুয়াদ্রতের পদ আস্ফালনের পর থেকে নতুন কোচ নিয়ে রীতিমত দর কষাকষি চলে ময়দানে কিন্তু ফের ঘটে এক আড়ম্বর। বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ কে দলে টেনে নেয় লাল হলুদ কর্তৃপক্ষ।

তবে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে চিন্তার পরিস্থিতি ছিল ইস্টবেঙ্গলের তবে সূত্র মারফত জানা যাচ্ছে, অস্কারের সমস্ত ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং শনিবারের বড় ম্যাচের সময় তিনি শহরে উপস্থিত থাকবেন।

ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন কোচ কার্লেস কুয়াদ্রত। কোচের পথ আস্ফালনের পরে অন্তর্বর্তী কোচ হিসাবে ইস্টবেঙ্গলের কলকাতা লিগের কোচ বিনো জর্জের ওপর দায়িত্ব আসে। তবে ডার্বির আগেই দলে নতুন কোচ এর আগমন এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেই আশাবাদী লাল হলুদ বাহিনী।

লাল হলুদ কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে ,শনিবার ভোর তিনটে কুড়ি নাগাদ কলকাতা বিমানবন্দরে আসতে চলেছেন কোচ অস্কার ব্রুজো। সেদিনই সন্ধে সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বি অর্থাৎ কাজ করবার খুব বেশি সময় হয়তো পাওয়া যাবে না কিন্তু দলের বেঞ্চে বসে কলকাতা ডার্বির রণকৌশল নির্বাচন করতে পারেন নতুন কোচ।

ইতিমধ্যেই ডার্বির প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল তত্ত্বাবধানে রয়েছেন ইস্টবেঙ্গলের কলকাতা লিগের কোচ বিনো জর্জ । দলের মধ্যে থাকা একাধিক খেলোয়াড় নিজেদের চোট থেকে সেরে উঠলেও নেতিবাচক দিক তাদের বর্তমান পরিস্থিতি। এছাড়াও দলের বর্তমান অবস্থাকে সামনে রেখে একটি পেপটক করেন কর্তৃপক্ষ কোচ এবং খেলোয়াড়েরা।

বসুন্ধরা কিংসের থেকে অভিজ্ঞতা মর্যাদা এবং দায়িত্ববোধ এই তিনটিকে নিয়েই ইস্টবেঙ্গলে নতুন অধ্যায় শুরু করতে চাইছেন কোচ অস্কার। তবে প্রথম ম্যাচ কলকাতা ডার্বি, অর্থাত রীতিমত আগুনের মুখে অস্কার ব্রুজো। নতুন কোচ এবং দল কিভাবে আবার ঘুরে দাঁড়ায় সেদিকেই তাকিয়ে লাল হলুদ সমর্থকেরা।

Exit mobile version