Home Football ISL 2024-25: ঘরের মাঠে হতশ্রী ফুটবল প্রদর্শন মহামেডানের, নিজামদের...

ISL 2024-25: ঘরের মাঠে হতশ্রী ফুটবল প্রদর্শন মহামেডানের, নিজামদের বিরুদ্ধে ৪ গোলে পরাস্ত সাদা কালো শিবির

0

কলকাতা:- আই এস এল এর শুরুটা ভালো গেলেও বর্তমান অবস্থা সাদা কালো শিবিরের মোটেও ভালো নয়, রেফারি প্রাঞ্জল ব্যানার্জীর বাঁশি বাজতেই চিত্রটা আজ আরও পরিষ্কার হয়ে গেল। নিজামদের দল হায়দ্রাবাদ এফ সির বিরুদ্ধে চার শূন্য গোলে পরাস্ত কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আইএসলের ইতিহাসে এক নতুন রেকর্ড কুড়ি মিনিটের মধ্যে তিন গোল হজম করে এই নতুন দল। পালিশ্তার পরপর দু গোল সঙ্গে আরও একটি গোল মিলিয়ে ১৫ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে যায় মহামেডান । এর পূর্বে কেরালার বিরুদ্ধেও তেমন ভালো ফুটবল খেলেনি মোহামেডান, এছাড়া মিনি ডার্বিতেও নিজেদের আসল রূপ দেখাতে পারেনি তারা।


খেলার প্রথমার্ধ থেকেই যেন অন্য ছন্দে হায়দ্রাবাদ, একের পর এক আক্রমণ প্রতি আক্রমণের মাঝেই খেলার চার মিনিটের মাথায় প্রথম গোল খায় তারা। ১৫ মিনিটের মাথায় দুর্দান্ত দূরপাল্লার শটে হায়দ্রাবাদের হয়ে গোল করে এলেন।

এলেন পুলিস্টার প্রথম গোল কার্যত এসেছে বিপক্ষের গোলরক্ষের ভুলের কারণে, ফের ১৩ মিনিটের দুর্দান্ত হেডারের মাধ্যমে দ্বিতীয় গোল করেন স্টেফান সফিক।

একাধিক রক্ষণভাগের ভুল মাঝে মাঝে বন্ধ হলে লড়াই চললেও ধারে বাড়ে কোথাও যেন এগিয়েছিল । বল তখন রাখতেই পারছিল না হায়দ্রাবাদ। মোট ২২ টি শট সাদা কালো শিবির এর তরফ থেকে এলেও মাথাব্যথা শেষ মুহূর্তের ফিনিশিং।

৩— ০ গোলে এগিয়ে থাকার পরেও ফের আরেকটি দুর্দান্ত দূরপাল্লার শটে নিজেদের গোল সংখ্যা আরো বাড়িয়ে দেয় হায়দ্রাবাদের ডান পায়ের খেলোয়াড় পরাগ। আউট অফ দা বক্স দুর্দান্ত ডান পায়ের ভেলকিতে একটি শর্ট এর মাধ্যমে ছিটকে যায় মোহামেডান গোলকিপার ছেত্রী।

ম্যাত শেষ এরপর এই মুহূর্তে ছয় ম্যাচে একটি জয় এবং চারটি হার নিয়ে লীগ টেবিলে ইস্টবেঙ্গলের ঠিক উপরেই রয়েছে মহামেডান।

Exit mobile version