Home Football ISL 2024-25: আলাদিনের ঝড়ে তবে কি আজ রাস্তা হারিয়ে ফেলবে...

ISL 2024-25: আলাদিনের ঝড়ে তবে কি আজ রাস্তা হারিয়ে ফেলবে বাগানের নৌকা? শুভাশিস হীন দলে মোহনবাগানের চিন্তা রক্ষণ

0

আলাদিনের ঝড়ে তবে কি আজ রাস্তা হারিয়ে ফেলবে বাগানের নৌকা? শুভাশিস হীন দলে মোহনবাগানের চিন্তা রক্ষণ

কলকাতাঃ- আজ নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাঠে নামার পূর্বে রীতিমতো চিন্তায় মোহনবাগান শিবির চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন রক্ষণ বিভাগে ২ খেলোয়াড় আলবার্ট ও শুভাশিস বসু। তবে ভরসার কাজ কে হবে মোহনবাগানে? রক্ষণ বিভাগের দায়িত্বে থাকতে চলেছেন তরুণ খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস?মোহনবাগান তাদের পরপর দুটি ম্যাচ যেন একটি নির্দিষ্ট ছন্দেই জিতে আজ মুখোমুখি হতে চলেছে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। গত ম্যাচে চেন্নাইকে ১-০ গোলে পরাস্ত করে যথেষ্ট আত্মবিশ্বাসী তারকারা।

দলে একাধিক পরিবর্তন আজ আশা করা যাচ্ছে। দুই লক্ষ বিভাগের খেলোয়াড়ের পরিবর্তন হিসেবে মাঠে আজ খেলতে চলেছেন বাঙ্গালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, তবে চিন্তা একটাই এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচে তার অভিজ্ঞতা তেমন নজর কারবার মতো নয়। রক্ষণ বিভাগকে নিয়ে রীতিমতো চিন্তিত মোহনবাগান কোচ মলিনা। এমনকি ছন্দ নেই আক্রমন বিভাগে্র ২ খেলোয়াড় তথা ম্যাকলারেন এবং পিত্রাতসের।

রক্ষণ বিভাগের কিছুটা হলেও দুর্বলতা থাকলে নর্থইস্টের আলাদিন কে নিয়ে ভাবতে হচ্ছে মোহনবাগানকে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রক্ষণ বিভাগের জোরেই আলাদিনের আশ্চর্য প্রদীপ তার কার্যসিদ্ধ করতে পারেনি তবে মোহনবাগানের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্বলতা রক্ষণ বিভাগের অণু অভিজ্ঞতা এবং তারুণ্যের ছোঁয়া। এমন অবস্থায় আলাদিন কে কি করে গোলমুখী হওয়া থেকে বিরত রাখে মোহনবাগান ডিফেন্স সেটাই নজর কারবার মতো।

আলাদিনকে বোতলবন্দি করতে পারবে কিনা মোহনবাগান ডিফেন্স সেটা নিয়ে মুখ খুলেছেন তাদের কোচ মলিনা বলেছেন, “প্রত্যেক কোচের আলাদা আলাদা পরিকল্পনা থাকে। আমার কোনও আলাদা পরিকল্পনা নেই কোনও বিশেষ ফুটবলারকে নিয়ে। তবে হ্যাঁ, একটা পরিকল্পনা অবশ্যই আছে। সেটা নর্থইস্টকে হারানো। আমার মনে হয়, আমরা অনেক বেশি ধারাবাহিকতা দেখাচ্ছি। তবে এখনই যে কাজ শেষ হয়ে যায়নি, সেটা মাথায় রাখতে হবে।”

গতকাল ব্যাঙ্গালোরের জয়ের পর এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান এই বছর আই এস এল এর শিরোপা জয়ের ক্ষেত্রে সবথেকে বড় পথের কাঁটা সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু। মোহনবাগান সমর্থকরা চাইবেন নর্থইস্টের বিরুদ্ধে আজকের ম্যাচটি মোহনবাগান আবারও শীর্ষস্থানে চলে যেতে পারে।

Exit mobile version