Home Football ISL 2024-25: অনুশীলনে ফিরলেন ম্যাকলারেন, চোট চিন্তা কাটিয়ে ডার্বির আগে প্রস্তুত...

ISL 2024-25: অনুশীলনে ফিরলেন ম্যাকলারেন, চোট চিন্তা কাটিয়ে ডার্বির আগে প্রস্তুত সবুজ মেরুন শিবির

0

কলকাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব শেষ হয়ে যাওয়ার পর আবারো ফুটবলে ফিরতে চায় কলকাতা ময়দান। পুজো শেষ। এবার কলকাতা ডার্বি জন্য অপেক্ষায় লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকেরা। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ার সর্বপ্রাচীন ডার্বি প্রতিযোগিতা অর্থাৎ মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ।

আসন্ন ডারবিকে মাথায় রেখে রীতিমত প্রস্তুতিতে ব্যস্ত সবুজ মেরুন শিবির। আই এস এল এর প্রথম থেকে তেমন একটা বাধা ধরা একাদশ খেলাতে সক্ষম হননি কোচ মলিনা একাধিক খেলোয়াড়ের চোট থেকে নানান সমস্যায় বারংবার পড়তে হয়েছে তাকে। এমনকি সহজ মেরুনের নতুন সংযোজন তথা অস্ট্রেলিয়ান বিশ্বকাপ আর জেমি ম্যাকলারাইনকেও নিজেদের সঙ্গে তেমন একটা পায়নি সবুজ মেরুন।

পুজো শেষ হওয়ার আগের মিনি ডার্বিতে মহামেডানের বিরুদ্ধে দলকে গোল উপহার দিয়েছিল জেমি কিন্তু ফের আবার কাঁধের চোট।

অবশেষে মাঠে নিজেকে নতুন ভাবে যেন খুঁজে পেয়েছেন তিনি। পুজোর পরের প্রথম ম্যাচ তাও আবার ডার্বি যেন এক নতুন উন্মাদনা। কিন্তু পয়েন্ট তালিকা অন্য কিছু জানান দেয়। মোট চার ম্যাচে দুখানা জয় একটি ড্র এবং একটি হাড় নিয়ে মোট ৭ পয়েন্ট পেয়ে টেবিলে চার নম্বরে রয়েছে মোহনবাগান আবার অপরদিকে ইস্টবেঙ্গল যেন তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে আগের মৌসুমের মতো ফের এই মৌসুমেও মোট চার ম্যাচে এখনো অব্দি জয়ের মুখ দেখেননি লাল হলুদ বাহিনী।

আসন্ন ডার্বিকে মাথায় রেখে কার্যত তৈরি মোহনবাগান। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় যথা আব্দুল সামাদ এবং আলবার্তো রদ্রিগেজকে নিয়েও নতুন ভাবনা ভাবছেন কোচ মলিনা।

Exit mobile version