Home Cricket বৃষ্টির দাপটে পণ্ড হল প্রথম দিনের খেলা , কি বলছে আগামীকালের পূর্বাভাস...

বৃষ্টির দাপটে পণ্ড হল প্রথম দিনের খেলা , কি বলছে আগামীকালের পূর্বাভাস ?

0

চিন্নাস্বামী: আশঙ্কাই সত্যি হল, বৃষ্টির জন্য ভেস্তে গেল বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিনের খেলা। বেঙ্গালুরুতে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির জন্য টস পর্যন্ত করা সম্ভব হয়নি, শেষ পর্যন্ত প্রথম দিনের খেলাই হল না।

 

বৃষ্টির জন্য প্রথম দুই সেশনের খেলা ভেস্তে যায়। কিন্তু তারপরেও বৃষ্টি থামেনি। শেষ পর্যন্ত চা বিরতির পরই প্রথম দিনের খেলার উপর ইতি টেনে দেওয়া হল। ফলে দ্বিতীয় দিনের সকালেই হবে টস। যদি আবহাওয়া ঠিক হয়। বৃষ্টির জন্য একটি গোটা দিন সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। হাতে এখনও চার দিন আছে।

মঙ্গলবার থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে বেঙ্গালুরুতে। বৃষ্টির জন্য ভারতীয় দল ম্যাচের আগের দিন ভারতীয় দলের অনুশীলন বাতিল হয়ে যায়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও বৃষ্টির আভাস আছে।

 

বুধবার বৃষ্টির জন্য মাঠের কভার সরানোই সম্ভব হয়নি, দফায় দফায় মাঠ পরিদর্শন করে আম্পায়াররা। শেষ পর্যন্ত দুপুরের পর মাঠ পর্যবেক্ষণ করে দিনের মতো খেলা বন্ধ করে দেওয়ার ঘোষণা হয়। যদিও উভয় দলই সঠিক সময়ে স্টেডিয়ামে আসে। বৃষ্টির মধ্যেই বেশ কিছু দর্শক মাঠে এসেছিলেন। কিন্তু দিনের শেষে তাদের হতাশ হয়েই বাড়ি ফিরতে হল।

 

যদিও প্রথম দিনে ম্যাচ না হলেও সময়টা কাজে লাগালেন বিরাট কোহলি, যশস্বী জয়সওয়ালরা। তাঁরা ইন্ডোরে অনুশীলন সেরে নেন। কানপুরেও ম্যাচেৱ অর্ধেক দিন বৃষ্টিতেই নষ্ট হয়। কিন্তু তারপরেও জয় আটকায়নি ভারতের। আবহাওয়ার যা আপডেট তাতে গম্ভীর-রোহিতদের কানপুরের রণকৌশলই নিতে হবে বেঙ্গালুরুতেও।

Exit mobile version