Home Football I -League 2024-25: স্বপ্নের আরেক নাম স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু

I -League 2024-25: স্বপ্নের আরেক নাম স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু

0

কলকাতা:- আচ্ছা আপনারা স্বপ্ন দেখেছেন? সেটা অবশ্যই দেখবেন প্রতিটা মানুষ এমনকি প্রতিটা পৃথিবীর প্রাণী ও প্রতিদিন নিজের জীবনকে নিয়ে নানান স্বপ্ন দেখে। আর সেই স্বপ্নগুলো পূরণ করবার জন্য তাদের লক্ষ্যে পৌঁছাতে হয় থেকে যায় তার মাঝের কঠিন লড়াই। স্বপ্ন এবং স্বপ্নকে বাস্তবে পূরণ করবার মধ্যে রয়ে যায় এক বিস্তর ফারাক, তবে অদম্য চেষ্টা ও ইচ্ছে শক্তি থাকলে সে সবই কিন্তু পূরণ করা যায়। স্বপ্ন বাস্তবে পূরণ করবার একটা জলজ্যান্ত উদাহরণ দেখতে চান? তাহলে শুনুন আজ একটি স্বপ্নপূরণের কাহিনী।

কর্নাটকের ঘরোয়া লীগের ক্লাব পোর্টিং ক্লাব বেঙ্গালুরু, ডাক নাম দ্য গোল্ডেন টাইগার্স। কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহর ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব বর্তমানে তারা আই লীগের মঞ্চে। দলটি প্রতিষ্ঠিত হয়েছে ২০২২ সালে আর ইতিমধ্যেই ২০২৪-২৫ এর আই লিগের মঞ্চে তারা রীতিমতো লড়াই লড়ছে।

আপনার নিজেদের স্বপ্নকে বাস্তবে গ্রহণ করতে ঠিক কতদিন সময় নিয়েছেন ৫বছর , ১০ বছর কিন্তু ব্যাঙ্গালোরের এই ক্লাবটি মাত্র তিন বছরের মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে।

২০২২ সালে ব্যাঙ্গালোর ফুটবলটিকে প্রথম অংশগ্রহণ করেছিল এই ক্লাব এবং সেই বছরই তারা চ্যাম্পিয়ন হয় এবং আই লিগ থ্রি খেলবার জন্য যোগ্যতা অর্জন করে প্রতিপক্ষ কেরালায় ইউনাইটেড ফুটবল ক্লাবকে হারিয়ে শেষ পর্বে আই লিগ টু এর প্রতিযোগিতার জন্য তারা উত্তীর্ণ হয়।

এ কি মৌসুমে আইলিক টুতেও এক আনন্দের দামামা বাজিয়ে চ্যাম্পিয়ন হয়ে আই লিগ খেলবার জন্য উত্তীর্ণ হয়েছে এটা গোল্ডেন টাইগার্স। অভিজ্ঞ কোচ চিন্তা চন্দ্রশেখরের হাত ধরে রীতিমতো দাপুটে ফুটবল খেলে তারা।

২০২৩-২৪ মরশুমে আই লিগ টু চ্যাম্পিয়ন হয় তারা এবং চ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় ফুটবলের দ্বিতীয় ডিভিশন অর্থাৎ আই লীগের জন্য প্রস্তুত হয়। তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কল্যাণী স্টেডিয়ামে ইন্টার কাশির বিরুদ্ধে প্রথমদিকে ফুটবল খেললেও প্রথম ম্যাচে হারের মুখোমুখি হতে হয় তাদের। তবে স্বপ্ন তাদের অনেক বড়।

দলের দিকে যদি নজর রাখা যায় তবে দেখা যাবে সম্ভবত ভারতীয় চেনা মুখ না থাকলেও রয়েছে একাধিক অভিজ্ঞ এবং যুব প্রতিভার সমন্বয়। দলের রক্ষণ বিভাগকে মজবুত করেছ, বালান, রসান সিংহ, সতীশ কুমার। দলের চেনা মুখ বলতে গেলে বলা যায় ভারতীয় ফুটবলার রবিন সিংহ। দলে এমনকি নতুন সংযোজন হয়েছেন পর্তুগিজ তারকা কার্লোস লোম্বা।

কোচ চন্দ্রশেখরের হাত ধরে তিন বছরেই স্বপ্নের ফেরিওয়ালা কর্নাটকের এই ক্লাব তাদের পরবর্তী লক্ষ্য আই লিগে ভালো ফলাফল করে আইএসএলের জন্য যোগ্যতা অর্জন করা । তবে সত্যিই স্বপ্নকে বাস্তবে পরিণত করবার জন্যই ঠিক এমন ভাবেই পদক্ষেপ নিতে হয়।

Exit mobile version