কলকাতা:- ঐতিহ্যের আই লিগ, সমন্বয়ের আই লিগ। দীর্ঘ বহু বছর ধরে ভারতীয় ফুটবলের একটি গুরুত্বপূর্ণ মানদন্ড প্রতিষ্ঠা করে আসছে এই আই লিগ। ঠিক তেমনি এই বছরও নতুন সংস্করণ হওয়ার কথা পাকাপাকি হয়ে গিয়েছিল তবে ফের বিপত্তি। ক্লাব গুলোর তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করা হলো ভারতের এই টুর্নামেন্ট কে। আগামী ২২শে নভেম্বর নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বেঙ্গালুরু এবং ইন্টার কাশির তবে বর্তমানে আজ সাংবাদিক সম্মেলন করে আই লিগের ক্লাবগুলো নিজের বিবৃতি প্রদান করল।
আই লিগ ইসুকে মাথায় রেখে আজ সাংবাদিক সম্মেলন করল আই লীগের ক্লাবগুলি সেই অধিবেশনে কার্যত জানানো হলো কেন আই লিগ বয়কট করবার ডাক দিয়েছে তারা । তারা জানাই সম্প্রচারণ জনিত সমস্যার কারণেই এই বছরের আই লিগ বয়কট করার ডাক্তাররা তুলেছে। ফেডারেশন কর্তৃক এখনো অব্দি কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে আই লীগের খেলা গুলি ঠিক কোথায় সম্প্রচারিত হবে তাই যতক্ষণ ফেডারেশন কোনরকম পরিষ্কার সিদ্ধান্ত না দিচ্ছে ততক্ষণ আই লিগ খেলবে না কোন ভারতীয় ক্লাব।
এই সমস্যা আজকের নয় বহুদিন ধরেই চলছে এই সমস্যা ফেডারেশনকে বহুবার চিঠি লেখা হলেও তেমন সদত তোর আসেনি। প্রথম ক্ষেত্রে সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং বাংলার বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শ্রাচি স্পোর্টস এর অ্যাপ গুলিতেই লীগের খেলা গুলি দেখানোর কথা প্রাথমিকভাবে চলেছিল কিন্তু বর্তমানে সেখানেই জটিলতা।
তবে পরবর্তীকালে ঠিক কোথায় খেলা দেখা যায় সেটা নিয়ে ভাববেন ফেডারেশন কর্মকর্তারা।