Home Cricket চোটের পর ছাড়লেন মাঠ ! রোহিতের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে...

চোটের পর ছাড়লেন মাঠ ! রোহিতের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত আরেক ভারতীয় ব্যাটার !

0

কলকাতা: আগামী ২২ নভেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে। বর্ডার-গাভাসকার ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দল পারথে তিন দিনের ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলেছে। এই ম্যাচ শুরুর আগে নেটে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন সরফরাজ খান। এমনকী, প্রথমদিন কেএল রাহুলও চোট পান। দ্বিতীয় দিন আরও একটি ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের তালিকায় নাম লিখিয়েছেন শুভমান গিল।

জানা গিয়েছে, শুভমান স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। সেইসময় হাতে চোট পেয়েছেন তিনি। অবস্থা এতটাই গুরুতর, পারথ টেস্টে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইএসপিএন ক্রিকইনফোয় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পারথের ওয়াকা স্টেডিয়ামে দ্বিতীয় ইন্ট্রা স্কোয়াড ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন শুভমান। সেইসময় তাঁর বাঁ হাতে চোট লাগে। এরপর দ্রুত তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। একটা সময় টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতেন শুভমান গিল। কিন্তু, যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেট দলে পা রাখার পর থেকে তিন নম্বর জায়গাটা শুভমানের জন্য পাকা হয়ে যায়। তবে রোহিত শর্মা যদি প্রথম টেস্ট ম্যাচের আগে অস্ট্রেলিয়া আসতে না পারেন, তাহলে শুভমানকেই ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে হত।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট এখনও নিশ্চিতভাবে জানায়নি রোহিত প্রথম টেস্টে খেলবেন কিনা। তবে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন যে রোহিত না খেললে তাঁদের প্ল্য়ান-বি তৈরি রয়েছে। হিটম্যান না খেললে লোকেশ রাহুল বা অভিমন্যু ঈশ্বরনকে দিয়ে ওপেন করানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদি নিতান্তই লোকেশ ওপেন করতে নামেন, তবে টপ অর্ডারে রোহিতের অভাব ঢাকতে শুভমন গিলকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। গিল যদি প্রথম টেস্টে মাঠে নামতে না পারেন, তবে সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা খাবে ভারতীয় শিবির।

Exit mobile version