Home Cricket Domestic শূন্য থেকে শিরোপা-আইএসএল আর মাত্র এক ধাপ, আইলিগে উঠে স্বপ্ন দেখছে ডায়মন্ড...

শূন্য থেকে শিরোপা-আইএসএল আর মাত্র এক ধাপ, আইলিগে উঠে স্বপ্ন দেখছে ডায়মন্ড হারবার

0

২৫ এপ্রিল, ২০২৫, কলকাতা– সদ্য প্রতিষ্ঠিত ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ইতিহাস রচনার দোরগোড়াতে। আইলিগ ২ জয়ি টিমের লক্ষ্য এখন শুধুই আইএসএলের যোগ্যতা অর্জন।

বাংলা ফূটবলের চতুর্থ শক্তি হয়ে উঠতে মরিয়া ডায়মন্ড হারবার।ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানদের সাথেই শোনা যেতে পারে তাদের নাম।

ডায়মন্ড হারবারের পথ চলা শুরু ২০২২ সাল থেকে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা যায় চিফ প্যাট্রনের ভূমিকায়। ময়দানের তাবর তাবর খেলোয়াড়দের সাইন করান ক্লাব কমিটি। কোচ হিসাবেও আনা হয় বাগানকে আইলিগ জেতানো সফল স্প্যানিশ,কিবু ভিকুনা কে। ২০২২ সালে, কোলকাতা লিগের দ্বিতীয় ডিভিশান খেলে তাদের জয়যাত্রা শুরু হয়। বছর ঘুরতেই ডায়মন্ড হারবার উঠে আসে প্রথম ডিভিশানে। সেই বছর সুপার সিক্সে হেরে গেলেও, দমে থাকেননি জবি জাস্টিনরা বরং পরের বছরেই আই-লিগ ৩ জিতে, ট্রফি আনেন নৈহাটি তে। চলতি মরশুমেও অপ্রতিরোধ্য রইলো টিম। আই লিগ ২ তে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন তারা।

আইলিগ ২ এর কাপ হাতে ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া তে দিয়ে লেখেন, “যা স্বপ্ন ছিল সেটাই আজ বাস্তব’।এটা তো সবে শুরু!” লিখে পোস্ট শেষ করেন ক্লাব কর্তা। তবে এখনও অনেকদূর যেতে হবে , লক্ষ্য আইএসএলে, দেশের সেরাদের সাথে টক্কর, এমনটাই ইঙ্গিত তার পোস্টে। জবি জাস্টিন, পিন্টূ মাহাতো, সুব্রত সাহা দের সাথে টিম অনেকটাই পোক্ত। আইএসএলের আগে আইলিগ কে নিয়ে বেশি ভাবছে কিবু ভিকুনারা, নামি বিদেশিও যোগ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।কয়েকদিন আগে ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠানে, ডায়মন্ড হারবারের সাফল্য নিয়ে উচ্ছ্বাস জানান খোদ মুখ্যমন্ত্রী।

Exit mobile version