Home Cricket বিরাট দের সঙ্গে লড়াই করতে প্রস্তুত মিচেল স্টার্ক, মুখ খুলে তোপ দাগলেন...

বিরাট দের সঙ্গে লড়াই করতে প্রস্তুত মিচেল স্টার্ক, মুখ খুলে তোপ দাগলেন অজী তারকা

0

কোলকাতা: বছরের শেষে নভেম্বর এ উড়ে যাবে ভারতীর দল অস্ট্রেলিয়ায়। 22 নভেম্বর পার্থে প্রথম টেস্ট ম্যাচ টি অনুষ্ঠিত হতে চলেছে দুই হেভিওয়েট দলের মধ্যে। আজি তারকা মিচেল স্টার্ক মুখ খুললেন এবারে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে।

অস্ট্রেলিয়ার মাটিতে এই ট্রফিজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন রোহিতরা। অজিদের কাছেও লড়াই সম্মান পুনরুদ্ধারের। তার আগে কি চাপ বাড়ানোর কাজ শুরু করে দিলেন তাঁরা? ইতিমধ্যেই অনেক অজি তারকাই মুখ খুলেছেন এই সিরিজ নিয়ে। এবার পারদ চড়ালেন মিচেল স্টার্ক।

তিনি বলেন, “বিরাট কোহলির সঙ্গে লড়াই আমি খুব উপভোগ করি। আমরা একে-অপরের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলেছি। দুজনের মধ্যে ভালো লড়াই চলে। এর আগে ওকে দু-তিনবার আউট করেছি আমি। তেমনই ও আমার বিরুদ্ধে ভালো রানও করেছে। ফলে আমাদের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলে। আর সেটা আমরা দুজনেই উপভোগ করি।”

গতবার অস্ট্রেলিয়া সফরে পুরো সিরিজ খেলতে পারেননি বিরাট। তবে ২০২৩-এ দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট মোট করেছিলেন ২৯৭ রান। ফের সেই যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছেন অজি পেসার। এখনও পর্যন্ত ১৯ ইনিংসে তাঁরা একে-অপরের মুখোমুখি হয়েছেন। যেখানে বিরাট ৫৯ গড় রেখে করেছেন ২৩৬ রান। উলটো দিকে স্টার্ক তাঁকে আউট করেছেন মাত্র ৪বার।

বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। গত অস্ট্রেলিয়া সফরের দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তার পর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত। এবার ট্রফিজয়ের আশায় রয়েছেন দেশের ক্রিকেটভক্তরা।

ইতি মধ্যেই অনেক অজি তারকারা মুখ খুলেছেন এই ট্রফি নিয়ে। অস্ট্রেলিয়ার কাছে লড়াই টা সম্মান পুনরুদ্ধারের। ভারতীয় ক্রিকেট দল চাইবে জয়ের ধারা অব্যহত রাখতে । ডুই দলই মুখিয়ে থাকবে টেস্ট সিরিজ টি কে জেতার জন্য।

Exit mobile version