আগামী ২৬ জুলাই থেকেপ্যারিসে বসতে চলেছে অলিম্পিক্সেরআসর। ১৭ জন পুরুষ এবং ১১ জন মহিলা অ্যাথলিট সহ ২৮ সদস্যের ভারতীয় দল নামবে পদক জেতার লড়াইয়ে। ভারতবাসীর চোখ থাকবে ‘সোনার ছেলে’ নীরজ চোপড়ার দিকে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স শুরু হবে ১ অগস্ট থেকে। চলবে ১১ অগস্ট পর্যন্ত। মহিলাদের মধ্যে নজরে থাকবেন ২৯ বছরের বাংলার মেয়ে আভা খাটুয়া। কিন্তু বর্তমানে তিনি মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। দু’মাস আগে জাতীয় ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শটপাটে১৮.৪১ মিটার ছুড়ে জাতীয় পর্যায়ে নতুন নজির সৃষ্টি করেছিলেন। গত বছর এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৮.০৬ মিটার ছুড়ে মনপ্রীত কউরের সঙ্গে যুগ্ম রুপোজয়ী হন।টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ঘরে একমাত্র সোনাটি এনেছিলেন নীরজ। এমনকি আসন্ন অলিম্পিক্সের কথা মাথায় রেখে প্যারিসে ডায়মন্ড লিগেও নামেননি নীরজ। তিনি ছাড়াও ১৭ জনের মধ্যে উল্লেখযোগ্য। নাম অবিনাশ সাবলে (২০২২ কমনওয়েলথ গেমসে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে রুপোজয়ী), কিশোর কুমার জেনা (হ্যাংঝাউ এশিয়ান গেমসে জ্যাভলিনে রুপোজয়ী)।