Home Football জল্পনার অবসান, এপ্রিলে সুপার কাপ? 

জল্পনার অবসান, এপ্রিলে সুপার কাপ? 

0
During the Kalinga Super Cup 2024 season, Finals between East Bengal FC vs Odisha FC at Kalinga Stadium, Bhubaneswar on January 28th, 2024 Photos : Shibu Preman / Super Cup / AIFF

কলকাতা:- বহু জল্পনার অবসান কাটিয়ে আগামী এপ্রিল মাসেই হতে পারে সুপার কাপ। সেভাবে সিলমোহর না পড়লেও সূত্র মারফত জানা যাচ্ছে, এপ্রিলে জগন্নাথের রাজ্যেই আয়োজিত হতে পারে আগামী সুপার কাপের সংস্করণ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রতিবছরের সুপার কাপ। এপ্রিল মাসের মাঝ বরাবর শুরু হতে পারে বলেই জানা যাচ্ছে ।

সুপার কাপ সচরাচর দেখা যায় শীতকালীন মরশুমে। তবে সুপার কাপের উল্লেখ্য এই সংস্করণ নিয়েই বেশ চাপানউতোর চলে। প্রথম ক্ষেত্রে সুপার কাপ নিয়ে জল্পনা ছিল এবং তার উত্তর ছিল ঋণাত্মক। তবে এর মাঝেই আবারও ফেডারেশন কর্তৃক তিনটি ভেন্যু এর নাম নথিভুক্ত করা হয়। আয়োজক রাজ্য হিসেবে গোয়া, কলকাতা এর পাশাপশি ছিল কলিঙ্গ এর নাম। এবং কানাঘুষো শোনা যাচ্ছে আগামী সংস্করণ এবার হতে চলেছে কলিঙ্গ তে। আগের বছরেও আয়োজক হিসেবে ছিল এই কলিঙ্গ।

সুপার কাপের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দেবে বাংলার তিন প্রধান দল আই এস এল এর পাশাপাশি নিজেদের দল আরও মজবুত করতে দল বোঝাতে শুরু করে দেবে মোহনবাগান। এছাড়াও সাংবাদিক সম্মেলনে এর আগে মোহামেডান কর্মকর্তারা জানিয়েছেন তাদের পরবর্তী লক্ষ্য সুপার কাপ , অর্থাৎ সুপার কাপের মতো প্রতিযোগিতা কে বেশ ইতিবাচকভাবেই নিচ্ছে সাদা কালো শিবির। দুই প্রধানের পাশাপাশি সুপার কাপ কে অক্ষত রাখতে এবং নিজেদের চ্যাম্পিয়ন তকমা রক্ষা করতে আবারো কলিং হতে নামবে অস্কার ব্রুজো এর ইস্ট বেঙ্গল।

Exit mobile version