Home Cricket ক্যাপ্টেন নয় এক অন্য আইয়ার এর জন্য ২৩.৭৫ কোটি খরচ করল কেকেআর...

ক্যাপ্টেন নয় এক অন্য আইয়ার এর জন্য ২৩.৭৫ কোটি খরচ করল কেকেআর ! ক্রুদ্ধ সমর্থক !

0

কলকাতা: কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভেঙ্কটেশ আইয়ারের জন্য কলকাতা নাইট রাইডার্স যে ২৩.৭৫ কোটি টাকা খরচ করতে পারে। শ্রেয়স আইয়ার কিংবা কেএল রাহুল হলে, তাও না হয় একটা ছিল। কিন্তু, ভেঙ্কটেশের জন্য কোন আক্কেলে টাকা ওড়াল কেকেআর? বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে।

 

নিলাম অনুষ্ঠানের মাঝেই কলকাতা নাইট রাইডার্স দলের সিইও ভেঙ্কি মাইসোর বললেন, ‘কোনও নিলাম অনুষ্ঠান এভাবেই হয়ে থাকে। আপনি কোন খেলোয়াড় দলে চাইছেন এবং কী ধরনের খেলোয়াড় চাইছেন, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। অনেক সময় টাকার অঙ্ক হয়ত অবাক করে।’

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমরা আগে দলের খেলোয়াড়দের আবারও নতুন স্কোয়াডে রাখতে চেয়েছি। ৬ খেলোয়াড়কে আগেই রেখেছিলাম। এরপর গত মরশুমের আকও ২-৩ ক্রিকেটারকে ফিরিয়ে এনেছি। এটাই আমাদের পরিকল্পনা ছিল।’

 

মেগা নিলামে ভেঙ্কটেশ ফের কেকেআর সংসারে ফিরে এলেন। তবে ভেঙ্কটেশ একা নন, নাইট ব্রিগেডে ‘ঘর ওয়াপসি’ হল আরও ৩ ক্রিকেটারের। তাঁরা হলেন রহমানউল্লাহ গুরবাজ, অঙ্গকৃশ রঘুবংশী, বৈভব অরোরা।

অঙ্গকৃশের বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। তাঁকে নিয়ে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে জোর টক্কর দেখতে পাওয়া যায়। চোখের নিমেষে ৩০ লাখ থেকে টাকার অঙ্ক ২ কোটিতে পৌঁছে গিয়েছিল। তবে ৩ কোটিতে ওঠার পর হাত তুলে নেয় চেন্নাই সুপার কিংস। শেষপর্যন্ত পুরনো পরিবারেই ফিরে আসেন অঙ্গকৃশ। তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসেবে দলে নেওয়া হয়েছে।

 

ভেঙ্কি মাইসোর বলেন, ‘আমরা কখনই তো একথা বলিনি যে রিলিজ করলেও ওকে আর দলে ফেরত নেব না। এমন কোনও পরিস্থিতিও তৈরি হয়নি। সবমিলিয়ে আমরা দলে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করছি।’

 

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথম দিনের নিলামের শেষে কেকেআর দল :

 

ভেঙ্কটেশ আইয়ার ( ₹ 23.75 কোটি)

কুইন্টন ডি কক ( 3.6 কোটি)

রহমানুল্লাহ গুরবাজ ( 2 কোটি)

আনরিখ নকিয়া ( 6.5 কোটি)

অঙ্গরিশ রঘুবংশী ( 3 কোটি)

মায়াংক মারকান্ডে (৩০ লাখ)

রিংকু সিং (13 কোটি),

আন্দ্রে রাসেল (12 কোটি),

সুনীল নারিন (12 কোটি),

বরুণ চক্রবর্তী (12 কোটি),

হর্ষিত রানা (4 কোটি),

রমনদীপ সিং (4 কোটি)

 

Exit mobile version